নিজস্ব প্রতিবেদন: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে আঘাত করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে আসানসোল উত্তর থানা এলাকার ধাদকা গ্রামের ঘটনা। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিস। 
অভিযোগ বুধবার গভীর রাতে স্ত্রী পূর্ণিমাকে কুড়ুল দিয়ে আঘাত করে স্বামী গণেশ কোড়া। মেয়েকে বাঁচাতে গেলে পূর্ণিমার বাবা ও মাকে কুড়ুল দিয়ে আঘাত করে গণেশ। খবর পেয়ে পুলিশ পৌঁছে তিন জনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিত্সক পূর্ণিমা কোড়াকে মৃত ঘোষণা করে। পূর্নিমার বাবা ও মা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেল লাইনে বসেই প্রেমিকার সঙ্গে বিবাদ, চরম মূল্য দিতে হল যুবককে


অভিযুক্ত গণেশ কোড়াকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা।