Malbazar:টার্গেট একই, পরপর দু`দিন হামলা চালিয়ে দোকানঘর গুঁড়িয়ে দিল বুনো হাতি
রবিবার ভোররাতে ফের জলঢাকা জঙ্গল থেকে এসে তিনটে থেকে ভোর ৪টে পর্যন্ত দোকানে ভাঙচুর চালায় ওই হাতিটি
নিজস্ব প্রতিবেদন: শনিবারের পর ফের রবিবার। মালবাজারে সুখানি বস্তিতে পরপর দুদিন হামলা চালিয়ে একটি দোকানঘর ভেঙে চুরমার করে দিল বুনো হাতি। ঘণ্টাখানেক অবাধে ভাঙচুর চালিয়ে দোকানে রাখা চাল, আনাজপাতি খেপে পালিয়ে গেল দাঁতাল।
পরপর দুদিন একই দোকানে হামলা চালানোয় এলাকার মানুষ আতঙ্কিত। শনিবার রাতে এসেও কুমারী প্রধানের ওই দোকানে ভাঙচুর চালায় দাঁতাল। চাল-ডাল খেয়ে পালিয়ে যায়।
রবিবার ভোররাতে ফের জলঢাকা জঙ্গল থেকে এসে তিনটে থেকে ভোর ৪টে পর্যন্ত দোকানে ভাঙচুর চালায় ওই হাতিটি। গতবছর এক প্রতিবেশীর বাড়ী থেকে ফেরার সময় হাতির হামলার মুখে পড়েন কুমারী প্রধান। তার হাতে জোরাল আঘাত লাগে। এবার হাতির টার্গেট তার দোকান। এর পাশাপাশি এলাকার কৃষিজমিও নষ্ট করছে হাতির পাল। এমনটাই দাবি এলাকাবাসীর।
আরও পড়ুন-Cyclone Asani: শক্তি বাড়াচ্ছে অশনি, বিশেষ সতর্কতা ওড়িশা-অন্ধ্র-বাংলায়