প্রবীর চক্রবর্তী: হিঙ্গলগঞ্জে আজ ফের পাঠানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে। ক্যাম্প করে শীতবস্ত্র আজকেই দেওয়া হবে। ১০টা ক্যাম্প তৈরি করা হয়েছে। হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির বাসিন্দাদের দেওয়া হবে শীতবস্ত্র। বনমন্ত্রীকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, মঙ্গলবার উত্তর ২৪ পরগানার হিঙ্গলগঞ্জের সমসেরনগরের সভায় প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ওই সভায় দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করার কথা ছিল। মঞ্চ থেকে মমতা ঘোষণাও করে দেন চাদর, কম্বল মিলিয়ে মোট ১৫ হাজার শীতবস্ত্র প্রদান করা হবে। কিন্তু তা দিতে গিয়েই বিপত্তি। দেখা যায়, বিডিও অফিস থেকে সেই শীতবস্ত্র অনুষ্ঠান মঞ্চে এসেই পৌঁছায়নি। এতে বেজায় রেগে যান মমতা বন্দ্যোপাধ্য়ায়। মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন, 'যতক্ষণ শীতবস্ত্র বিডিও অফিস থেকে না আসছে ততক্ষণ আপনারাও বসুন, আমিও বসে রইলাম।'


মঞ্চ থেকেই মমতা প্রশাসনের আধিকারিকদের কাছে জানতে চান, 'কোথায় রয়েছে শীতবস্ত্র?' মঞ্চে তখন উপস্থিত ছিলেন খোদ মুখ্যসচিবও। মুখ্যমন্ত্রী জানতে পারেন, ওইসব শীতবস্ত্র মঞ্চে আনতে বলা হয়েছিল। কিন্তু তা আনা হয়নি। যারপরই ক্রুদ্ধ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, 'বলা হয়েছিল তো শোনেনি কেন? ওইসব শীতবস্ত্র বিডিও অফিসে রাখার জন্য তো পাঠাইনি! যদি বিডিওরা ঠিকমতো কাজ না করেন, আইসিরা ঠিকমতো কাজ না করেন, তাহলে আমাকে ব্যবস্থা নিতে হবে।'


আরও পড়ুন, Shantanu Sen: মেধাবী মেয়ের যোগ্যতা নিয়ে মিথ্যাচার! সুকান্তকে আইনি নোটিস শান্তনুর


শুধু প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেই ক্ষান্ত হননি মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে ঘোষণা করে দেন, 'শীতবস্ত্র যতক্ষণ না আসে ততক্ষণ আপনারা বসুন, আমিও বসলাম।' মমতার কথায় বিপাকে পড়ে যান প্রশাসনের আধিকারিকরা। কিন্তু মমতা তাঁর বক্তব্যে অনড় থাকেন। তাঁর স্পষ্ট বক্তব্য, '১৫ হাজার জিনিস বিতরণ করতে হয়তো অসুবিধে হত, কিন্তু অনন্ত আমার এখান তো কিছু লোককে দেওয়া যেত! আমি তো বলেছিলাম ক্যাম্প করে বিতরণ করা হোক!'  এরপরই প্রশাসনিক আধিকারিকরা দৌড়াদৌড়ি করে মিনিট পনেরোর মধ্যে সেই শীতবস্ত্র মঞ্চে নিয়ে আসেন। মুখ্যমন্ত্রী তারপর বেশ কয়েকজনের হাতে সেইসব শীতবস্ত্র তুলে দেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)