Bengal Weather Update: বছর শুরুতেই নামবে পারদ, ঘন কুয়াশার সতর্কবার্তা! বছরে শুরু নতুন শীত দিয়ে...
Bengal Winter Update: জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। রাজস্থানে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত।
অয়ন ঘোষাল: বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে। বর্ষশেষে অনেকটাই নামবে পারদ। বর্ষ শেষের রাতে শীতের আমেজ বাড়বে অনেকটাই। আজ পরিস্কার আকাশ। আজ থেকে রাতের তাপমাত্রা কমবে। ৪ দিনে সর্বাধিক ৫ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে পরশু পয়লা জানুয়ারি। জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। রাজস্থানে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত।
আরও পড়ুন: Barasat Incident: বস্তা ভাসছে পুকুরে, খুলতেই বেরিয়ে এল দেহাংশ! তোলপাড় বারাসাত
দক্ষিণবঙ্গে
সোম ও মঙ্গলবার নামবে পারদ। বুধবারের মধ্যে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে জমিয়ে শীতের আমেজ। বর্ষ শেষের রাতে অবাধ উত্তুরে হাওয়ায় হিমেল পরশ বাংলায়। নতুন বছরের প্রথম দিন পশ্চিমাঞ্চল হিমেল হাওয়ায় জুবুথুবু হতে পারে।
কাল মঙ্গল পরশু বুধবার নাগাদ কলকাতাতে ১৪ ডিগ্রি বা তার নিচে চলে যেতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলায় দশ ডিগ্রীর নিচে নামবে পারদ। কোনো কোনো জেলায় ৬ বা ৭ ডিগ্রি নামতে পারে পারদ। জমিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বছরের শুরুতে।
উত্তরবঙ্গ
বৃষ্টির পর উত্তরেও পরিষ্কার আকাশ। আজ রাতে নামবে পারদ। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। সোমবার থেকে আরও পারা পতন হবে উত্তরবঙ্গে। বুধবার থেকে জাঁকিয়ে শীতের আমেজ পেতে পারে উত্তরবঙ্গ।
কলকাতা
সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ৪ ডিগ্রি উপরে। উধাও হওয়া শীতের আমেজ আজ থেকে ফিরতে চলেছে শহরে। আজ রাত থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। কাল বর্ষ শেষ বা পরশু বর্ষবরণে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে। বর্ষবরণে স্বাভাবিকের কাছে অর্থাৎ ১৪ ডিগ্রি সেলসিয়াস এ নামতে পারে কলকাতার পারদ। সেক্ষেত্রে ৪৮ ঘণ্টায় প্রায় ৪ ডিগ্রি পারদ পতনের সম্ভবনা থাকছে শহরে।
কলকাতার তাপমান রাতের তাপমাত্রা শুক্রবার ১৫.৮ ডিগ্রি। শনিবার ১৬.৫ ডিগ্রি।
রবিবার ১৭.৬ ডিগ্রি। (স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি) গতকাল রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৮৮ শতাংশ।
ভিনরাজ্যে
ঘন কুয়াশার সতর্কবার্তা রাজধানী দিল্লিতে। ঘন কুয়াশা থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় ও পশ্চিম রাজস্থানে। ঘন কুয়াশা ঝাড়খন্ড আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা তে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মধ্যপ্রদেশ সিকিম উত্তর প্রদেশ বিদর্ভ ছত্রিশগড় মারাঠাওয়াড়া মধ্য মহারাষ্ট্র। চরম শৈত্য প্রবাহ হিমাচল প্রদেশে। তুষারপাতের সম্ভাবনা উত্তরাখন্ডে। কোল্ড ডে পরিস্থিতি রাজধানী দিল্লিতে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে শীতল দিনের পরিস্থিতি।