Barasat Incident: বস্তা ভাসছে পুকুরে, খুলতেই বেরিয়ে এল দেহাংশ! তোলপাড় বারাসাত
Barasat Incident: স্থানীয় মানুষজনের বক্তব্য, এলাকায় কোনও সিসিটিভি ক্যামেরা নেই। বেঙ্গল কেমিক্যালসের ওই রাস্তাটা অনেকেই ব্যবহার করে। গাড়ি যাতায়াত করে। এরকম একটি এলাকায় এরকম ঘটনা আগে কখনও ঘটেনি
মনোজ মণ্ডল: ঘন বসতিপূর্ণ এলাকার পুকুরে ভাসছে একাধিক বস্তা। দুর্গন্ধ ছড়াচ্ছে পাড়ায়। আর সেই বস্তা খুলতেই বেরিয়ে এল মানুষের দেহাংশ। এনিয়ে চাঞ্চল্য ছড়াল বারাসাত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। হৃদয়পুর এক নম্বর বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন একটি পুকুরে ওইসব বস্তা পাওয়া যায়।
আরও পড়ুন-মেমারিতে লাইন পার করতে গিয়ে ভয়ংকর ঘটনা, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ২ মহিলার দেহ
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ৩-৪ দিন ধরেই পুকুরে ভাসছে বেশ কয়েকটি বস্তা। সেইসব বস্তা থেকেউ দুর্গন্ধ ছড়াচ্ছিল চারদিকে খবর দেওয়া হয় বারাসাত থানায়। গতকাল রাতে পুলিস এসে দেখে মানব দেহের কাটা অংশ বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছে। ওইসব বস্তা উদ্ধার করে নিয়ে যায় পুলিস। তারপরেও গন্ধ কাটছিল না। রবিবার সকালে ফের পুলিস আসে। উদ্ধার করা হয় আরও ৩টি বস্তা। মনে করা হচ্ছে ওইসব বস্তার মধ্যেও রয়েছে মানব দেহাংশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
স্থানীয় মানুষজনের বক্তব্য, এলাকায় কোনও সিসিটিভি ক্যামেরা নেই। বেঙ্গল কেমিক্যালসের ওই রাস্তাটা অনেকেই ব্যবহার করে। গাড়ি যাতায়াত করে। এরকম একটি এলাকায় এরকম ঘটনা আগে কখনও ঘটেনি। এলাকার কেউ নিখোঁজ বলে জানা যায়নি। পাড়ার এক ব্যক্তির দাবি, পুকুরে অনেক সময়ে মাছের খাবার বস্তায় দেওয়া হয়। কিন্তু পুকুরে যেসব বস্তা ভাসছিল তা থেকে বিকট গন্ধ আসছিল। তাই পুলিসে খবর দেওয়া হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)