আরও পড়ল পারদ, কলকাতা ১৫.৫, শ্রীনিকেতন ১০.৯
সপ্তাহের শুরুতে শীতের যে আমেজে মজেছিল বাঙালি, শেষে তাই কামড়ে ধরল বাংলাকে। নভেম্বরেই বেনজির তাপমাত্রার পতন দক্ষিণবঙ্গে। বোলপুর থেকে কাকদ্বীপ, অঘ্রাণেই পৌষের আমেজ রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে যদিও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রবিবার থেকে বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
নিজস্ব প্রতিবেদন: সপ্তাহের শুরুতে শীতের যে আমেজে মজেছিল বাঙালি, শেষে তাই কামড়ে ধরল বাংলাকে। নভেম্বরেই বেনজির তাপমাত্রার পতন দক্ষিণবঙ্গে। বোলপুর থেকে কাকদ্বীপ, অঘ্রাণেই পৌষের আমেজ রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে যদিও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রবিবার থেকে বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুসারে এদিন রাজ্যের শীতলতম স্থান ছিল বোলপুর লাগোয়া শ্রীনিকেতন। সেখানে পারদ নেমেছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। শেষ কবে নভেম্বরে এমন ঠান্ডা পড়েছে মনে করতে পারছেন না স্থানীয়রা।
কোথায় কত নামল পারদ
দিঘা | ১৩.৩ |
কোচবিহার | ১৪.৪ |
বাঁকুড়া | ১২.৭ |
বহরমপুর | ১৩.২ |
জলপাইগুড়ি | ১৪.৬ |
কৃষ্ণনগর | ১২.২ |
মালদা | ১৬.২ |
*তাপমান ডিগ্রি সেলসিয়াসে