অয়ন ঘোষাল: এসে গেল রবিবার সকালের আবহাওয়া। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা। দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ চার জেলায়। দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সোম ও মঙ্গলবার আরও দু-তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুুন: Human Metapneumovirus | HMPV: ভয়ংকর ভাইরাসের ভীতিতে কাঁপছে সবাই! বয়স্ক আর অন্তঃসত্ত্বাদের মাস্ক পরার নির্দেশিকা...


সিস্টেম
 
পর পর পশ্চিমি ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা আসছে ১০ জানুয়ারি। জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। রাজস্থানের উপর রয়েছে ঘূর্ণাবর্ত।
 
দক্ষিণবঙ্গে


দক্ষিণবঙ্গে রবিবার সকাল থেকেই কুয়াশা। শীতের আমেজ ক্রমশ কমছে। আজ থেকে আবহাওয়া বদল। তাপমাত্রা আগামী দুদিন বাড়বে; পরে তারপর ফের কমবে। সপ্তাহের শেষে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল। ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে। বুধবার থেকে ফের তাপমাত্রা কমবে। শুক্রবারের মধ্যে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সামান্য সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া-- এই পাঁচ জেলাতে। অন্যান্য জেলাতে ও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। আগামীকাল রবিবার কুয়াশার সম্ভাবনা আরো বাড়বে।


উত্তরবঙ্গে
 
আজ উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে থাকতে পারে। দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা মঙ্গলবার ৭ জানুয়ারি। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা। সিকিমে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকবে। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার-- এই চার জেলায়। মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কোথাও কোথাও।


কলকাতায়
 
স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে সর্বনিম্ন তাপমাত্রা। সকালে হালকা কুয়াশা। বেলার দিকে পরিষ্কার আকাশ। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী দুই দিন আরও বাড়বে তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বাড়বে উষ্ণতা। বুধবার পর্যন্ত তাপমাত্রা বাড়লেও তারপর আবার পারদ নামবে। আপাতত কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই।


কলকাতার তাপমান


আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯১ শতাংশ। 


আরও পড়ুুন: West Bengal News LIVE Update: মাত্র আড়াই দিনেই সিডনি টেস্টে জয় পেল অস্ট্রেলিয়া! সিরিজ ৩-১ হারল ভারত...


ভিনরাজ্যে
 
প্রবল বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ঘন কুয়াশা উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ বিহার সিকিম আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরায়। বিহারে শীতল দিনের পরিস্থিতি।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)