সন্দীপ প্রামাণিক: এসে গেল আজ, বুধবারের বিকেলের আবহাওয়ার আপডেট। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেল, মাঘ মাসের শেষেই শীতের বিদায় ঘটবে বাংলা থেকে। আগামী তিন দিন বাড়বে তাপমাত্রা। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে সামান্য কমলেও কার্যত শীতের বিদায়ঘণ্টা বাজল বলে। ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় সপ্তাহ থেকেই শীত বিদায় নিতে পারে বাংলা থেকে। এমনই অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। 


আরও পড়ুন: Shani Dev on Saraswati Puja: বসন্তপঞ্চমীতে এই কয়েকটি রাশির উপর কৃপাদৃষ্টি করবেন স্বয়ং শনিদেব! এর জেরে ভাগ্য তুঙ্গে...


আগামীকাল, বৃহস্পতিবার সকালের মধ্যে হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায়, শিলাবৃষ্টিও হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।


আগামী তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। কুয়াশার সতর্কতা ৫ জেলায়। ৫০ মিটারে নেমে আসতে পারে দৃশ্যমানতা। দার্জিলিং ও কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কুয়াশার ঘনঘটা ১ ফেব্রুয়ারির সকাল পর্যন্ত। দক্ষিণবঙ্গে আগামীকাল সকালে ঘন কুয়াশার দাপট থাকবে। কুয়াশা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায়। সরস্বতী পুজোর দিনেও হালকা কুয়াশার সম্ভাবনা। কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা হতে পারে। 


আরও পড়ুন: Deaths in Kumbh Mela | Maha Kumbh: কুম্ভে বারবার ঘটেছে মহা বিপর্যয়! বারবার মৃত্যু বহু পুণ্যার্থীর! ১৯৫৪ সাল থেকে ২০২৫ পর্যন্ত কত মৃত্যু জানেন?


তবে সব থেকে জরুরি পর্যবেক্ষণ হল, আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা! পরবর্তী দুই দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। সরস্বতী পুজোর দিনে কলকাতার তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। সেদিন স্বাভাবিকের তিন থেকে পাঁচ ডিগ্রি উপরে থাকতে পারে পারদ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা সামান্য নামতে পারে। কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা আর নেই।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)