Deaths in Kumbh Mela | Maha Kumbh: কুম্ভে বারবার ঘটেছে মহা বিপর্যয়! বারবার মৃত্যু বহু পুণ্যার্থীর! ১৯৫৪ সাল থেকে ২০২৫ পর্যন্ত কত মৃত্যু জানেন?
Stampedes in Kumbh Mela: ১৯৫৪ সালেই এই প্রয়াগরাজেই মৌনী অমাবস্যার দিনে মারা গিয়েছিলেন অন্তত ৫০০ মানুষ, মতান্তরে ৮০০ জন! কুম্ভে বারবার ঘটেছে এমন বিপর্যয়! মৃত্যু ঘটেছে বহু পুণ্যার্থীর! ১৯৫৪ সাল থেকে ২০২৫ পর্যন্ত মোট কত মৃত্যু জানেন?
|
Jan 29, 2025, 04:43 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যেখানে বহু মানুষ একত্রিত হন, সেখানেই একটা বিপর্যয়ের আশঙ্কা থেকে যায়। এবারেও তাই ঘটল। ছন্দপতন ঘটল কুম্ভমেলার। মৃ্ত্যু ঘটল অন্ততপক্ষে ১৫ জনের। সেই ১৯৫৪ সাল থেকে কুম্ভে সমবেত পুণ্যার্থীর সংখ্যা-সহ সব তথ্যই রাখা হয়েছে। তা থেকে দেখা যাচ্ছে, ১৯৫৪ সালেই এই প্রয়াগরাজেই মৌনী অমাবস্যার দিনে মারা গিয়েছিলেন অন্তত ৫০০ মানুষ, মতান্তরে ৮০০ জন!
1/6
মঙ্গলে পদপিষ্ট

2/6
১৯৫৪ সালে ৮০০

photos
TRENDING NOW
3/6
১৯৮৬ সালে ২০০

4/6
২০০৩ সালে ৩৯

5/6
২০১৩ সালে ৪২

6/6
২০২৫ সালে?

photos