নিজস্ব প্রতিবেদন:  স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে একাই থাকেন গৃহবধূ।  রবিবার রাতেই কয়েকজন আত্মীয়  তাঁর বাড়িতে এসেছিলেন। তাঁরা চলে যাওয়ার পর রাতে খাওয়ার পর শুতে চলে গিয়েছিলেন তিনি। পাশেই দেওরের বাড়ি। রাতে হঠাত্ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে গৃহবধূ দেখেন, তাঁর দেওর এসেছে! তাঁকে ঘরে ঢুকতে দিয়েই বিপত্তি। আচমকাই বৌদিকে বিছানায় ঠেলে ফেলে দেন দেওর। তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। কোনওমতে দেওরকে ঠেলে সরিয়ে দেন বৌদি। ফাঁকা ঘরে ঢুকে বৌদির শ্লীলতাহানির অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার সাহাপুরে বাজারপাড়া এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বীরভূমে কেষ্টর গড়ে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী, অভিযোগ সিপিএমের বিরুদ্ধে


জানা গিয়েছে, ওই মহিলার স্বামী কাজের জন্য বাইরে থাকে।  রবিবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। অভিযোগ, সুযোগ বুঝে তাঁর বাড়িতে ঢোকেন দেওর হারু চৌধুরী। অভিযোগ, তিনি  ওই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করেন। বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।


আরও পড়ুন: মাংস কিনতে গিয়েছিলেন মা, ফিরে এসে স্বামীকে দুই মেয়ের সঙ্গে যে অবস্থায় দেখলেন...


মহিলার আর্তনাদ শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা। দরজা ভেঙে ঘরে ঢোকে মহিলাকে উদ্ধার করেন।  আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। কিন্তু এসবের ফাঁকে পালিয়ে যায়  অভিযুক্ত হারু চৌধুরী। গৃহবধূর শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরাও পলাতক। মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।