জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার বাসে মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। ধর্মতলা-সাঁতরাগাছি (Esplanade -Santragachi) রুটের চলন্ত বাসে মহিলা যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের করছিল এক ব্যক্তি। অবশেষে ১০০ ডায়াল করে ফোনে পুলিসের সাহায্য চাইলেন এক মহিলা যাত্রী। মহিলার ফোন পেয়েই তৎপর হাওড়া পুলিস। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় বাস দাঁড় করিয়ে আটক করা হয় দুই ব্যক্তিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Fire in Harvested Crops: বিঘার পর বিঘার ফসল পুড়ে ছাই! তুলে রাখা ধানে কী করে আগুন?


সূত্রের খবর, ধর্মতলা-সাঁতরাগাছি রুটে বাস চলাকালীন আচমকাই চিত্‍কার করে ওঠেন এক মহিলা। তারপরই ফোন করেন ১০০ নম্বরে। আর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। লোকেশন ট্র্যাক করে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় বাস দাঁড় করিয়ে অভিযুক্তদের আটক করে। প্রসঙ্গত, রাজ্যে আরজিকরের মতো ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়ার পরও হুঁশ ফেরেনি সাধারণের। 


যদিও এর আগে কলকাতা শহরে চলন্ত বাসে মহিলা শ্লীলতাহানির ঘটনার নজির রয়েছে। রুবি মোড়ের কাছে চলন্ত বাসে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে শোরগোল পড়ে যায় দিনের ব্যস্ত সময়ে। অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে গণধোলাই দেওয়া হয় বলেও অভিযোগ। এর পর কর্তব্যরত ট্রাফিক পুলিসের সহায়তায় কসবা থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। 


আক্রান্ত মহিলার ভাই তখন জানিয়েছিল, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ রুবি মোড় থেকে ফুলবাগানে যাওয়ার জন্য বাসে ওঠেন তাঁর দিদি। বাসে এক ব্যক্তি তাঁকে অশালীনভাবে স্পর্শ করতে শুরু করে। মহিলা চিৎকার করে প্রতিবাদ করলে অভিযুক্ত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তখন বাসের অন্যান্য যাত্রীরা তাকে ধরে ফেলেন। এর পর শুরু হয় গণধোলাই। 



আরও পড়ুন, Fake Passport: ভেরিফিকেশনেই কারসাজি! পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার পুলিসের প্রাক্তন এসআই


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)