নিজস্ব প্রতিবেদন: গ্রামে বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিল কয়েকজন। গ্রামবাসী কয়েকজন যুবকের সন্দেহ এর পেছনে হাত রয়েছে গ্রামেরই গৃহবধূ বকুল টুডুর। বসল সালিশি সভা। সেখানেই ডেকে ওই গৃহবধূকে বেধড়ক পেটাল ওইসব যুবকরা। কালনার ভৈরবনালা গ্রামের ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অবশেষে ওপার বাংলা থেকে কলকাতায় এল ৩০ টন পদ্মার ইলিশ


সোমবার রাতে গ্রামের মোড়ল মঙ্গল টুড়ু উভয়পক্ষকে ডেকে সালিশির ব্যবস্থা করেন। অভিযোগকারীদের বক্তব্য বকুল ডাইনি। তার জন্যই গ্রামে রোগ ঢুকেছে। সলিশি চলাকালীন বকুলকে অকথ্য গালিগালাজ, মারধর করে অভিযুক্ত যুবকরা। তাদের সঙ্গে ছিল কয়েকজন মহিলাও। বকুলকে বাঁচতে গিয়ে মার খান তাঁর একমাত্র কন্যাও।


ডাইনি বলে কিছু নেই বলে প্রতিবাদ করেন মেমারি কলেজের এক ছাত্রী। তাকেও বেধড়ক মারধর করে উত্তেজিত যুবকরা। গুরুতর আহত বকুল ও অন্য দুই মহিলাকে ভর্তি করা হয় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে।



আরও পড়ুন-নাছোড় বৃষ্টি থেকে মিলবে রেহাই, তৃতীয়ায় সুখবর হাওয়া অফিসের


ওই ঘটনা চলাকালীন খবর দেওয়া হয় পুলিসে। কালনা থানার পুলিস গ্রামে এলেও অভিযুক্ত যুবকদের কোনও খোঁজ তারা পায়নি।