নিজস্ব প্রতিবেদন: পণের দাবিতে ছেলের সামনেই মায়ের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। জ্বলন্ত অবস্থাতেই দৌঁড়ে পুকুরে ঝাঁপ গৃহবধূর। তবুও হল না শেষ রক্ষা। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বনহুগলি এলাকায়। মৃতের নাম সন্তোষি প্রামাণিক (২৫)। স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



সাড়ে সাতবছর আগে বিষ্ণুপুর থানা এলাকার নেপালগঞ্জের বাসিন্দা সন্তোষির সাথে সম্বন্ধ করেই বিয়ে হয় বনহুগলির বাসিন্দা উত্তম প্রামাণিকের ৷ বিয়ের সময় পণ নেয় তারা ৷ কিছুদিন পর ফের নতুন করে তারা পণ চাইতে থাকে বলে অভিযোগ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংসারে নিয়মিত অশান্তি লেগে থাকত৷ প্রায়ই সন্তোষির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার হত বলে অভিযোদ ৷


'হেরে গিয়েছে বিজেপি, তাই নিগ্রহ বিরোধীদের', কেজরিওয়ালকে চড় প্রসঙ্গে তীব্র নিন্দা করে টুইট মমতার
 গত ২৩ তারিখে সন্তোষির পরিবার জানতে পারে, মেয়ের গায়ে আগুন লেগেছে। তাঁরাই খবর পেয়ে গিয়ে তাঁকে উদ্ধার করে এমআরবাঙুর হাসপাতালে নিয়ে যান ৷ শনিবার সেখানেই তাঁর মৄত্যু হয়৷ অভিযোগ, পণের দাবিতে ছেলের সামনেই সন্তোষির গায়ে আগুন ধরিয়ে দেয় তাঁর স্বামী ও শাশুড়ি।


'বাংলা বাঁচাও'-এর ডাক বিজেপির অরাজনৈতিক মঞ্চ সেভ বেঙ্গলের
রবিবার দেহের ময়নাতদন্ত করা হবে ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা৷  অভিযুক্তদের বিরুদ্ধে ৩০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিস ৷