নিজস্ব প্রতিবেদন: বোনরা থাকেন হাওড়ার শিবপুরে। তাদের অবর্তমানে ৩ মহিলাকে বোন সাজিয়ে এনে জমি রেজিস্ট্রি করে দেওয়ার ছক কষেছিল ২ ভাই। শেষরক্ষা হল না। ধরে ফেললেন ক্রেতা। বুধবার ওই ঘটনায় তোলপাড় পশ্চিম মেদিনীপুরের দাসপুর। ওই ঘটনায় গ্রেফতার ৩ মহিলা-সহ ৫ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দাসপুরের বৈকুন্ঠপুর মৌজার বাসুদেবপুরে কমলাকান্ত মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির ২ ছেলে ও ৩ মেয়ে। গ্রামে তাদের জমি থাকলেও ছেলেমেয়েরা সবাই থাকেন হাওড়ার শিবপুরে। বৈকুন্ঠপুর মৌজার দুটি দাগের ২,৯৩৪ শতক জমি বিক্রির জন্য দাসপুরেরই ঝুমঝুমি এলাকার বাসিন্দা শ্যামল ভুক্তার কাছ থেকে ৮৫ হাজার টাকা বায়না নেন কমলাকান্ত মুখোপাধ্যায়ের দুই ছেলে কিশোর মুখোপাধ্যায় ও অশোক মুখোপাধ্যায়। কিন্তু আজ সেই জমি রেজিস্ট্রি করতে এসে ক্রেতা দেখেন যে ৩ মহিলা এসেছেন তারা অশোক ও কিশোরের বোন নন।


ক্রেতা শ্য়ামল ভুক্তা জানান, দলিল লেখার সময় হাওড়ার শিবপুর থেকে ৩ বোনকে নিয়ে দাসপুর বকুলতলার রেজিস্ট্রি অফিসে আসার কথা ছিল অশোক ও কিশোরের। কিন্তু দেখলাম, যে ৩ মহিলাকে বোন বলে নিয়ে আসা হয়েছে তারা আসলে অশোক ও কিশোরের বোন নন। শুধু তাই নয় ওই ৩ মহিলার কাছে থাকা পরিচয়পত্রও নকল করা হয়েছে। 


ভুয়ো ৩ বোনকে দেখেই পুলিসে খবর দেন শ্যামল ভুক্তা। অভিযোগ পেয়ে পুলিস এসে ২ ভাই ও ৩ ভুয়ো বোনকে আটক করে দাসপুর থানায় নিয়ে যায়। বোনদের ফাঁকি দিয়ে এভাবে জমি বিক্রি করে দেওয়ার মতো ঘটনা সচারচর চোখে পড়ে না। ফলে এনিয়ে শোরগোল পড়ে যায় দাসপুর রেজিস্ট্রি অফিসে।


আরও পড়ুন-Pingla Rape:  গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য, আদালতে গোপন জবানবন্দি নির্যাতিতার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)