নিজস্ব প্রতিবেদন: পুলিসের তাড়া খেয়ে  পুকুরে ডুবে মারা যায় এক যুবক। এই অভিযোগে আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।  মৃত যুবকের নাম অখিলেশ পাসওয়ান। বয়স ২৮ বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সম্প্রীতির নজির, মুসলমানের ঘরেই জন্ম নিল জগন্নাথ, বলরাম ও সুভদ্রা!


বুধবার রাতে এই ঘটনাটি ঘটে আসানসোলের ঊষাগ্রাম এলাকায়। এলাকাবাসীর কথায় জুয়ার ঠেকে অভিযান চালায় পুলিস। ওই সময় পুলিসের তাড়া খেয়ে ওই যুবক পালাতে গিয়ে পুকুরে পড়ে যায় পরে পুলিশ তাঁকে যখন পুকুর থেকে উদ্ধার করে তখন পুলিসের দেখে মনে করে যুবক বোধহয়  মারা গেছে। ভয়ে তাঁকে ফেলেই পালিয়ে যায় পুলিস।


আরও পড়ুন- আওয়াজ মাপতে পুলিস ব্যবহার করবে সাউন্ড লেবেল মিটার, শব্দ মাত্রা ছাড়ালেই ব্যবস্থা


তখন এলাকাবাসী অখিলেশকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।



(থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসী)


 উত্তেজিত জনতা থানায় বিক্ষোভ দেখায় পাশাপাশি দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবিও তোলে। পরে পুলিস আশ্বাস দিলে বিক্ষোভকারীরা চলে যায়। জেলা হাসপাতালে শুক্রবার দেহটির ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।