নিজস্ব প্রতিবেদন : সাদা পোশাকে ওঁত পেতে অপেক্ষা করছিল জেলা পুলিসের বিশেষ দল। বৃথা গেল না পুলিসের প্রচেষ্টা। কুড়ি হাজার টাকার জাল নোট সহ এক যুবককে মালদা মেডিক্যাল কলেজের সামনে থেকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিস। ধৃত যুবকের নাম এমডি শারিফুল শেখ৷ বয়স ২৩ বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধৃত শারিফুল মালদার রতুয়ার ভাদো গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে মালদা মেডিকেল কলেজের সামনে শারিফুলের জন্য অপেক্ষা করছিল পুলিস। উদ্ধার হওয়া নোটের মধ্যে সবগুলিই ২০০০ টাকার নোট। জাল নোটগুলি মালদার কোথায় পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।


আরও পড়ুন, বন্ধ হোটেলের দরজা খুলতেই মিলল মৃতদেহ!


ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশের অনুমান, নোটগুলি বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে৷ তবে বিএসএফের নজর এড়িয়ে কিভাবে পাচারকারী সীমান্ত পেরিয়ে এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ জেরায় ধৃত সারিফুল স্বীকার করেছে, সে ক্যারিয়ার হিসেবে কাজ করত।