ওয়েব ডেস্ক : সত্‍ মায়ের মতো দেখতে। সেই আক্রোশেই এক মহিলাকে দায়ের কোপ মারার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। পরে স্থানীয়রাই অভিযুক্তকে গ্রেফতার করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল রাতে নদিয়ার তাহেরপুরে এই ঘটনা ঘটে। স্বামীর সঙ্গে নাতির বাড়ি যাচ্ছিলেন মিতা দে। সেই সময় অতর্কিতে তাঁর ওপর হামলা হয়। মিতা দে এখন রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি। জানা গেছে, সত্‍ মায়ের প্রতি দীর্ঘদিনের রাগ ছিল অভিযুক্তের। মিতা দের সঙ্গে মুখে মিল পাওয়ায় তাঁকেই সত্‍ মা ভেবে আক্রমণ করে অভিযুক্ত।


আরও পড়ুন, ডবল লেন থেকে রাস্তা হবে ফোর লেন; কাটা হচ্ছে ১০,০০০ হাজার গাছ