নিজস্ব প্রতিবেদন : বিয়ের ৭দিনের মাথাতেই যুবকের মর্মান্তিক পরিণতি। মৃত্য়ু যুবকের। রেল ব্রিজের নীচে মিলল দেহ। দুর্ঘটনা না আত্মহত্যা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মৃতের নাম বিষ্ণু পাসোয়ান। মৃতের বাড়ি পুরুলিয়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রেনি রোড এলাকার স্যাঁকড়া পাড়ায়। গত রবিবার ওই যুবকের বিয়ে হয়। তারপরই এদিন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা-চান্ডিল রেল শাখায় একটি ব্রিজের নীচে বিষ্ণু পাসোয়ানের মৃতদেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। 


সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় স্থানীয় GRP-তে ও মফস্বল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুই থানার পুলিস। তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিস মনে করছে যে, ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। যদিও আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিস। কী কারণে ওই যুবক ওই ব্রিজের ওপরে গিয়েছিল, তা নিয়ে প্রশ্ন থাকছে। 


পরিবার সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিনের মতো এদিনও প্রাতকৃতঃ সারতে স্থানীয় শিয়ালখেদা এলাকায় যান বছর ছাব্বিশের ওই যুবক। এখন তখনই দুর্ঘটনা ঘটে নাকি পারিবারিক কোনও অশান্তিতে আত্মঘাতী হয় ওই যুবক? তদন্ত শুরু করেছে পুরুলিয়া পুলিস।


আরও পড়ুন, 


Daspur Minors Eloped To Digha: 'দিঘার হোটেলে পাশাপাশি রুমে আমাদের পাশেই শুয়ে ২ যুবক!' ফেসবুকে আলাপে ভয়ঙ্কর অভিজ্ঞতা ২ ছাত্রীর


Canning Suicide: বিয়ের প্রস্তাব ফেরাতেই নাবালিকাকে কটূক্তি, হুমকি 'বন্ধু' যুবককেও, পরের ঘটনা মর্মান্তিক


গৃহবধূকে পড়াশোনা ছেড়ে দিতে 'চাপ'! রাজি না হওয়ায় 'চরম' পদক্ষেপ স্বামীর


Extra Marital Affair Murder: অন্য মহিলায় 'ঝোঁক' স্বামীর! সত্যি জেনে ফেলায় গৃহবধূর 'করুণ' পরিণতি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)