নিজস্ব প্রতিবেদন : মালদার ডিজেল সেড মোড় এলাকায় রেল লাইনের পাশ থেকে অচৈতন্য অবস্থায় এক যুবককে উদ্ধার করল রেল পুলিশ। দুই হাতের আঙ্গুল কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই যুবককে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, প্রাক্তন পুলিশ কর্তার অস্বাভাবিক মৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ


বুধবার সকালে অচৈতন্য অবস্থায় এক যুবককে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। তাঁরাই খবর দেন রেল পুলিশে। রেল পুলিশ ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দেখা যায়, যুবকের দুই হাতের আঙ্গুল কাটা । গুরুতর জখম অবস্থায় ওই যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।


আরও পড়ুন, ফেইসবুক পোস্ট ঘিরে শিক্ষকের বাড়িতে হামলা, ধৃত ২ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী-সহ ১১


ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। প্রাথমিক তদন্তের পর  আরপিএফ-এর অনুমান, ট্রেন থেকে পড়ে গিয়ে এই বিপত্তি। ওই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে ওই যুবক  উত্তর-পূর্ব ভারতের বাসিন্দা। যুবকের পরিচয় জানতে খোঁজখবর শুরু করেছে আর পি এফ এবং জিআরপি।