গরু চোর সন্দেহে গুলি, মৃত্যু যুবকের
পুলিসের দাবি, ওই গাড়িতে গরু পাচার হচ্ছিল।
নিজস্ব প্রতিবেদন : গরু চোর সন্দেহে পুলিসের গুলি। অভিযোগ তাতেই মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে হুগলির সিমলাগড়ে।
আরও পড়ুন, ভূত তাড়ানোর নামে কলেজছাত্রীকে নগ্ন করে ঝাড়ফুঁক!
মৃত যুবকের নাম শামিম খান। মগরাহাটের বাসিন্দা ওই যুবক। শনিবার রাত তখন প্রায় বারোটা। রসুলপুরের দিক থেকে দুদ্দার করে ছুটে আসছিল একটি পিক আপ ভ্যান। সন্দেহ হয় পুলিসের। ধাওয়া করেন পুলিসকর্মীরা। আর তখনই পিক আপ ভ্যান থেকে ছুটে আসতে থাকে গুলি বোমা। পাল্টা জবাব দেয় পুলিসও।
আরও পড়ুন, বাবার দেওয়া সোনার চেন লুকিয়ে রেখেছিল মেয়ে, জামাইয়ের হাতে হল মর্মান্তিক পরিণতি
অভিযোগ, তাতেই মৃত্যু হয়েছে এক যুবকের। যদিও পুলিস তা মানতে নারাজ। পুলিসের দাবি, ওই গাড়িতে গরু পাচার হচ্ছিল। উল্লেখ্য, শনিবার রাতে মন্তেশ্বরের ময়ানপুর গ্রামের আব্দুল আলিম মণ্ডলের একটি গরু ও সেরিলাল টুডুর দুটি গরু চুরি হয়। কাঠসিহি গ্রামের কেশব হাজরারও একটি গরু চুরি হয়।
আরও পড়ুন, রেললাইনের পাশে মিলল যুবকের নিথর দেহ, মোবাইলে বান্ধবীর সঙ্গে কথাতেই কি মৃত্যু?
যদিও গুলি চালানোর কথা অস্বীকার করেছেন পুলিস সুপার। তাঁর পাল্টা দাবি, দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় দুই পুলিকর্মী আহত হয়েছে।