আসছে Suzuki Gixxer 250, জেনে নিন দাম ও ফিচার্স
Suzuki Gixxer 250 SF-এর নেকেড্ সংস্করণ এই বাইক। অর্থাত্ দুই পাশে থাকছে না কোনও ফেয়ারিং।
নিজস্ব প্রতিবেদন: আর কয়েক মাস। তার পরেই ভারতের বাজারে আসতে চলেছে সুজুকির ২৫০ সিসি-এর নতুন মোটরবাইক Suzuki Gixxer 250। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাইক উত্সাহীদের নজর কেড়েছে Suzuki Gixxer 250-এর বেশ কিছু স্পাই ছবি।
সম্প্রতি বাজারে এসেছে সম্পূর্ণ ফ্লেয়ারিং-সহ Suzuki Gixxer 250 SF। সেই Suzuki Gixxer 250 SF-এর চ্যাসিস-এর উপর ভিত্তি করে তার নেকড্ সংস্করণ হিসাবে বানানো হয়েছে Suzuki Gixxer 250। বিশেষজ্ঞদের মতে, ভারতের বাজারে KTM Duke 250, Yamaha FZ 25, Yamaha Fazer 25 এবং Honda CBR 250R কে টেক্কা দেবে Suzuki-এর এই বাইক।
আরও পড়ুন- ১৮০ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ১ জিবি 4G ডেটা ১৫১ টাকায় দিচ্ছে BSNL!
Suzuki Gixxer 250-এর ডিজাইনের ধরন নেকড্ স্পোর্টস বাইক-ভিত্তিক। Suzuki Gixxer 250 SF-এর নেকেড্ সংস্করণ এই বাইক। অর্থাত্ দুই পাশে থাকছে না কোনও ফেয়ারিং। বদল থাকছে হেডলাইটেও। নেকড ডিজাইনের সঙ্গে মানান-সই ছোটো হেডলাইট থাকবে সুজুকির এই বাইক-এ।
Gixxer 250-এর স্পাই ছবি থেকে মনে করা হচ্ছে Gixxer 250 SF-এর তুলনায় সিট-এর উচ্চতা বেশি উচুঁ হবে। নেকড্ বাইকের রীতি মেনে বাড়ানো হয়েছে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স-ও।
আরও পড়ুন- মহাকাশে বসত গড়বে ভারত, জানিয়ে দিল ISRO
Suzuki Gixxer 250-তে থাকছে ২৪৯.৬ সিসি-এর অয়েল-কুলড্ ইঞ্জিন। 26.13 হর্সপাওয়ার এবং 22.6 Nm টর্ক তৈরী করবে এই ইঞ্জিন।
250 SF-এর মতোই একই সাসপেনশান সেটআপ থাকছে Suzuki Gixxer 250-তে। অর্থাত্ থাকছে oil-damped telescopic fork এবং swingarm-সহ mono shock।
250 SF-এর মতোই দুই চাকাতেই ডিস্ক ব্রেক থাকছে Suzuki Gixxer 250-তে। বাইকের দুই চাকাতেই থাকছে ডুয়াল চ্যানেল ABS।
সম্প্রতি লঞ্চ হওয়া Gixxer 250 SF-এর দাম রাখা হয়েছে ১.৭১ লক্ষ টাকা। যেহেতু পারতপক্ষে এটি Gixxer 250 SF-এরই নেকড্ সংস্করণ, তাই ১.৫০ লাখ টাকার কাছাকাছিই এর দাম রাখা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।