১৮০ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ১ জিবি 4G ডেটা ১৫১ টাকায় দিচ্ছে BSNL!

BSNL প্রিপেড গ্রাহকরা এখন থেকে নিজের মোবাইল থেকে *১২১# ডায়াল করে সেরা অফারগুলির সম্পর্কে জেনে নিতে পারবেন।

Updated By: Jun 14, 2019, 12:54 PM IST
১৮০ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ১ জিবি 4G ডেটা ১৫১ টাকায় দিচ্ছে BSNL!
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: Jio-র একের পর দুর্দান্ত অফারের ঠেলায় এখন অনেকটাই কমেছে দেশের ডেটা প্যাকের দাম। Jio-র অফারের চাপে এখন প্রায় কোণঠাসা দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলি। তাই এ বার Jio-কে টেক্কা দিতে ময়দানে কোমর বেঁধে নেমে পড়ল রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এ বার ১৫১ টাকার প্রিপেড প্ল্যানে ১৮০ দিন ভ্যালিডিটি দিচ্ছে BSNL। একই সঙ্গে মিলছে প্রতিদিন ১ জিবি হাইস্পিড ডেটা-সহ একাধিক আকর্ষণীয় সুযোগ-সুবিধা।

১৩ জুন থেকে এই অফার লঞ্চ করেছে BSNL। ১৫১ টাকার এই প্রিপেড প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা ব্যবহার করা যাবে। একই সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কল আর প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা। দেশের সব সার্কেলের BSNL গ্রাহকরাই নতুন এই প্রিপেড প্ল্যান ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: Android Pie আপডেট পেল Redmi 6 Pro! মিলছে App-এ ফেস আনলক ফিচারও

এই প্ল্যানে দিল্লি ও মুম্বই সার্কেল-সহ দেশের সব সার্কেলে বিনামূল্যে ভয়েস কল করার সুযোগ পাবেন গ্রাহকরা। BSNL প্রিপেড গ্রাহকরা এখন থেকে নিজের মোবাইল থেকে *১২১# ডায়াল করে সেরা অফারগুলির সম্পর্কে জেনে নিতে পারবেন।

.