ওয়েব ডেস্ক: মোবাইল বিবর্তনের যুগে এবার সময় এসেছে আরও এগিয়ে যাওয়ার। একটা মোবাইলে মাত্র একটাই নম্বর ব্যবহার করার সুযোগ, সেদিন আর নেই। বরং একটি ফোনে দুটি সিম অর্থাৎ দুটি নম্বর ব্যবহার করার পদ্ধতি আবিষ্কৃত হয়েছে এবং ইতিমধ্যেই তার বাজার চাহিদাও আকাশছোঁয়া। তবে কথায় আছে 'অল্পে তে স্বাদ মেটেনা', তাই এক ফোনে যখন দুটি নম্বর ব্যবহারের হাতছানি আছে তাহলে আরও একটু বেশি হলে মন্দ কি! একটা মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন ৪টি সিম। হ্যাঁ, প্রতিবেদনে ঠিক লেখা হয়েছে এবং আপনিও ঠিকই পড়েছেন। একটা মোবাইল ফোনে ৪টি সিম কার্ড ব্যবহার করার প্রযুক্তিও আবিষ্কৃত। কোন কোন কোম্পানি এই ৪ সিমওয়ালা ফোন বাজারে নিয়ে এসছে? দেখে নিন- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Gfive (১,৩০০ টাকা), Former-N1 (অফার প্রাইজ-৫৯৯ টাকা), Surya Gfive (১,৪৯৯ টাকা), Chili B35 (১,২৯৯ টাকা), WhiteCherry BL3100 (১,০৪৯ টাকা)-এই প্রত্যেকটি মোবাইলে ৪টি সিম ব্যবহারের সুযোগ আছে। 


নতুন ফোটো এডিটিং অ্যাপ Prisma


অ্যামাজন.ইন, স্ন্যাপডিল.কম, ই-বে, রেডিফ.কম-এই অনলাইন শপিং ওয়েবসাইটগুলো থেকে এই ফোন হোম ডেলিভারি পেতে পারেন যেকোনো গ্রাহক।