ওয়েব ডেস্ক: সাধ্যের মধ্যে 4G স্মার্টফোন লঞ্চ করল ভারতের স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি। তবে দাম কম বলে কিন্তু অন্য স্মার্টফোনের তুলনায় এই স্মার্টফোনে ফিচার্স কম কিছু নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্মার্টফোন কোম্পানি Swipe লঞ্চ করছে SwipeEliteStar একটি 4G VoLTE স্মার্টফোন। নতুন এই স্মার্টফোনটির দাম মাত্র ৩ হাজার ৩৩৩ টাকা। ফোনটি ফ্লিপকার্টে কিনতে পারবেন। সব থেকে সুখবর হল, এই ফোনে জিও-র ওয়েলকাম অফার ব্যবহার করতে পারবেন।


SwipeEliteStar ফোনটিতে কী কী ফিচার্স আছে দেখে নিন-


১) ৪ ইঞ্চি WVGA ডিসপ্লে।


আরও পড়ুন রোজ মাছ খেলে কী হয় জানেন?


২) ৪৮০*৮০০ পিক্সেল রেজলিউশন।


৩) ১.৫GHz কোয়াড কোর প্রসেসর।


৪) 1 GB RAM


৫) ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।


৬) ৩২ জিবি এক্সপ্যান্ডেবল মেমোরি।


আরও পড়ুন নিয়মিত উঁচু হিলের জুতো পরলে কী হয় জানুন


৭) ৬.০ অ্যান্ড্রয়েড মার্শমেলো।


৮) ৫ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।


৯) ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা।


১০) ২০০০ mAH ব্যাটারি ক্যাপাসিটি।