ওয়েব ডেস্ক: বিদেশে থাকেন। বাড়িতে বাবা মাকে টাকা পাঠাতে হবে নাকি বন্ধুর অত্যন্ত প্রয়োজনে দূরে থেকেই বাড়িয়ে দেবেন সাহায্যের হাত। আধুনিক প্রযুক্তিতে এখন সবই আপনার হাতের মুঠোয়। নেট ব্যাঙ্কিং-এর থেকেও পেটিএম করে টাকা সহজেই পাঠিয়ে দেওয়া যায়। তাই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই বেশ কিছুদিন হল দেশে পুরো দমে চালু হয়ে গিয়েছে পেটিএম ব্যাঙ্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু কী ভাবে পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন? 


• নিজের পেটিএম অ্যাপে যান। সেখানেই ‘ওপেন অ্যাকাউন্ট’-এ ক্লিক করুন। 
• এর পরবর্তী ধাপে নিজের পেটিএম পাসকোড সেট করুন। 
• এর পরের ধাপে আপনার অ্যাকাউন্টের নমিনি-র নাম দিতে হবে। 
• নমিনির সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 


এই সহজ পদ্ধতির মাধ্যমেই খোলা যাবে পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 


কিন্তু জানেন কি কীভাবে আপনি টাকা ট্রান্সফার করবেন। জেনে নিন পেটিএম ব্যাঙ্ক সম্পর্কে কয়েকটি প্রয়োজনীয় তথ্য— 


• ১ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যাবে পেটিএম অ্যাকাউন্টে। 
• সেভিংস এবং কারেন্ট উভয় অ্যাকাউন্টই খোলা যাবে। 
• ব্যাঙ্কে যে সার্ভিস পাওয়া যায়, তা সবই পাওয়া যাবে। যেমন— ডেবিট কার্ড, অনলাইন ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং। 
• এই ব্যাঙ্কে গ্রাহকদের ঋণের কোনও সুবিধা নেই।
• ব্যাঙ্কের মতোই সোমবার থেকে শনিবার (মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ) খোলা থাকে পেটিএম ব্যাঙ্ক। 
• পেটিএম ব্যাঙ্কের হেড অফিসের ঠিকানা হল— বি-১২১, সেক্টর ৫, নয়ডা- ২০১৩০১।