ওয়েব ডেস্ক: ভারতে আর কোথাও কোনও রোমিং চার্জ দিতে হবে না গ্রাহকদের,  ইনকামিং একেবারে ফ্রি, ঘোষণা করল ভারতের সবথেকে বড় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল। আগামী এপ্রিলের প্রথম দিন (১ তারিখ) থেকেই এয়ারটেল গ্রাহকরা এই পরিষেবা উপভোগ করতে পারবেন। (এয়ারটেলে ১০০ টাকায় ১০জিবি নেট


শুধু ইনকামিং ফ্রি'ই নয়, এয়ারটেল তাদের ডেটা চার্জ এবং কলিং প্যাকেজকেও আরও সস্তা করছে। কল চার্জের ক্ষেত্রে প্রায় ৯০ শতাংশের কাছাকাছি শুল্ক কমিয়েছে এয়ারটেল। আর ডেটা প্যাকের ক্ষেত্রে মাশুল কমেছে প্রায় ৯৯ শতাংশের কাছাকাছি। (এয়ারটেল, ভোডাফোন, জিওতে ডেটা খরচের ১ টাকার হিসেব