ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ার চ্যাট বক্সে এখন ভাইরালের মত ঘুরে বেড়াচ্ছে এয়ারটেলের লুট অফারের ম্যাসেজ। রিলায়েন্সের জিও-কে টেক্কা দিতে এয়ারটেলও নাকি ফ্রি ডেটা ব্যবহারের অফার নিয়ে আসছে। এয়ারটেল ব্যবহারকারীরা 'লুট অফারে' ৯০ দিন পর্যন্ত ফোর জি, থ্রি জি ডেটা (আনলিমিটেড) ব্যবহার করার সুযোগ পাবেন! এই তথ্য ফেক। ভুয়ো। এয়ারটেলের পক্ষ থেকে এমন কোনও অফারের কথা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আরও পড়ুন- জিওকে চ্যালেঞ্জ, BSNL-এর দুর্দান্ত আনলিমিটেড ফ্রি কল প্ল্যান


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


সোশ্যাল মিডিয়ায় যে ম্যাসেজ গুলো আসছে, তার সঙ্গে থাকছে একটি করে লিঙ্ক, যা আসলে স্প্যাম। 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস', পত্রিকাটি তাঁদের প্রতিবেদনে দাবি করেছে এয়ারটেল লুট অফার (Loot Offer) আসলে একটি স্প্যাম। এর কোনও সত্যতা নেই। এয়ারটেল থেকেও এমন কোনও অফার বা পরিষেবার কথা সরকারি ভাবে ঘোষণা হয়নি। আরও পড়ুন- মার্চ ২০১৭ পর্যন্ত জিও-র পোস্টপেইড প্ল্যানগুলি জেনে নিন