নিজস্ব প্রতিবেদন: গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এল এয়ারটেল। দাম কমানোর পাশাপাশি ভোডাফোন, রিলায়েন্স জিও-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে অফারেও নতুন টুইস্ট এনেছে ভারতী এয়ারটেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিছুদিন আগেই ১৯৯ টাকার অফার লঞ্চ করেছিল এয়ারটেল। এই অফারে লোকাল এবং এসটিডিতে আনলিমিটেড ফ্রি কলের সঙ্গে গ্রাহকরা প্রতিদিন পাবেন ১ জিবি ৩জি বা ৪জি করে ডেটা। এবার ১৯৮ টাকার নতুন অফার নিয়ে এসেছে তারা। এয়ারটেলের প্রিপেইড গ্রাহকরা ‘MyAirtelApp’ থেকে ‘Best offers for you’ –এর মধ্যে ১৯৮ টাকার অফার রিচার্জ করতে পারবেন।


আরও পড়ুন : জিওকে কুপোকাতের চেষ্টা, ২ টাকায় ডেটা অফার


কিন্তু এয়ারটেলের ১৯৯ এবং ১৯৮ টাকার অফারের মধ্যে পার্থক্যটা কোথায় জানেন?


এয়ারটেলের ১৯৯ টাকায় ২৮ দিনের বৈধতায় প্রত্যেকদিন ১ জিবি করে ৩জি-৪জি ডেটার সঙ্গে আনলিমিটেড কলিংয়ের অফার পাচ্ছেন গ্রাহকরা। কিন্তু ১৯৮ টাকার অফার তাঁরা শুধুমাত্র প্রত্যেকদিন ১ জিবি করে ৩জি-৪জি ডেটা পাবেন। আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন না।


আরও পড়ুন : ডিলিট হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ ফেরত পেতে চান? জানুন কী করবেন