ওয়েব ডেস্ক: কথা এখন সস্তার। একটা সময় ছিল যে মধ্যবিত্তদের অনেকেই মোটামুটি মিসড কল করেই অপর জনকে অর্ধেক মনের ভাব প্রকাশ করে দিতেন। কেননা তখন কল করলেই প্রায় ১টাকা, ১.৫০ টাকা করে কাটত। আর এখন!  একের পরে এক টেলিকম সংস্থা যে ভাবে ফোনের খরচ কমাচ্ছে, তাতে ফ্রি-এর যুগ মনে হচ্ছে। জিও-কে টেক্কা দিতে এয়ারটেল নিয়ে এল জলের দরে অফার। ৮ টাকার প্ল্যানে ২ মাস কথা বলুন জলের দরে। আপনার কাছে রইল এয়ারটেলের সব রকম প্ল্যানের তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এয়ারটেল


৮ টাকার প্ল্যান— লোকাল এবং এসটিডি কলের খরচ মিনিটে ৩০ পয়সা। ভ্যালিডিটি ৫৬ দিন।


১৫ টাকার প্ল্যান— এই প্ল্যানে এয়ারটেল টু এয়ারটেল খরচ মিনিটে ১০ পয়সা। ভ্যালিডিটি ২৭ দিন।


৪০ টাকার প্ল্যান— ৪০ টাকা রিচার্জ করলে ৩৫ টাকার টকটাইম পাওয়া যাবে। কোনও সময়সীমা নেই।


৬০ টাকার প্ল্যান— এই অফারে মিলবে ৫৮ টাকার টকটাইম আর সঙ্গে আনলিমিটেড ভ্যালিডিটি।


৯০ টাকার প্ল্যান— ৮৮ টাকার টকটাইম আর সঙ্গে আনলিমিটেড ভ্যালিডিটি।


১৪৯ টাকার প্ল্যান— এই অফারে ফোরজি ডেটা পাওয়া যাবে ২ জিবি। সেই সঙ্গে এয়ারটেল টু এয়ারটেল আনলিমিটেড কল ২৮ দিনের জন্য।


১৯৮ টাকার প্ল্যান— আনলিমিটেড লোকাল কল, এসটিডি। সঙ্গে ১ জিবি ডেটা। সময়সীমা ২৮ দিনের জন্য। আবার এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে ১০ শতাংশ ক্যাশ ব্যাকও পাওয়া যাবে।


১৯৯ টাকার প্ল্যান— ২৯ দিনের জন্য ১ জিবি ডেটা আর যত খুশি লোকাল কল।


২৯৫ টাকার প্ল্যান— এই প্ল্যানে রিচার্জ করলে ৮৪ দিন যত খুশি লোকাল আর এসটিডি কল। সেই সঙ্গে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে ১০ শতাংশ ক্যাশ ব্যাক।


৩৪৯ টাকার প্ল্যান— এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে ডেটা ২৮ দিনের জন্য। এছাড়াও আনলিমিটেড লোকাল ও এসটিডি কল।


৩৯৯ টাকার প্ল্যান— আনলিমিটেড লোকাল ও এসটিডি কল। রোমিং আউটগোয়িং কল ফ্রি। ২৮ দিন প্রতিদিন ১ জিবি করে ডেটা।