ওয়েব ডেস্ক: জিওকে ধাক্কা দিতে নতুন একটি অফার নিয়ে এল এয়ারটেল। জিও-র আনলিমিটেড কল আর বিপুল ডেটার ধাক্কায় দেশের সব টেলিকম অপারেটরেরই অবস্থা খারাপ। গ্রাহক সংখ্যাও কমছে সবার। অবস্থা সামাল দিতে ৩৯৯ টাকার নতুন একটি অফার নিয়ে এল ভারতী এয়ারটেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এয়ারটেলের ৩৯৯ টাকার অফারে গ্রাহকরা প্রতিদিন পাবেন ১ জিবি ৪জি ডেটা সঙ্গে আনলিমিটেড এসটিডি ও লোকাল কলের সুবিধা। এই সু‌যোগ মিলবে ৮৪ দিন। ঠিক এরকমই একটি অফার ছেড়েছে রিলায়েন্স জিও। তবে এয়ারটেলের এই অফারের সুবিধা পাবেন নির্দিষ্ট কিছু প্রিপেইড গ্রাহক। তাই এই অফার নেওয়ার আগে ‌যাচাই করে নিতে হবে আপনি এই অফার পাবেন কিনা।


অন্যদিকে, এয়ারটেলের একটি প্ল্যান রয়েছে ৩৪৯ টাকা। ওই প্ল্যানে রোজ পাওয়া ‌যাবে ১ জিবি করে ৪জি ডেটা। সঙ্গে আনলিমিটেড লোকাল ও এসিটিডি কলের সুবিধা। পাওয়া ‌যাবে ২৮ দিন।


আরও পড়ুন-কোহলি-অনুষ্কার পর নয়া জুটি? এই ক্রিকেটারের সঙ্গে পরিণীতির সম্পর্ক ফাঁস