ওয়েব ডেস্ক : দেশের প্রথম পেমেন্ট ব্যাঙ্ক চালু করে দিল এয়ারটেল। ব্যাঙ্ক বা ATM এর সামনে লম্বা লাইনে দাঁড়ানোর থেকে ছুটি। সম্পূর্ণ ডিজিটাল এই ব্যাঙ্কের জন্য ফোনে বিশেষ ব্যাঙ্কিং অ্যাপ থাকলেই হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কে যাওয়ারও প্রয়োজন নেই। এয়ারটেলের যে কোনও রিটেল আউটলেটে গিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে। KYC- হিসেবে লাগবে আধার কার্ড। এরপর ফোন নম্বরই হবে অ্যাকাউন্টের নম্বর। অ্যাপের মাধ্যমে অন্যের ফোনে সহজেই করা যাবে লেনদেন।


রাজস্থানে প্রথম এই পরিষেবা শুরু করল এয়ারটেল। আগামী বছরের মধ্যে দেশের সব এয়ারটেল রিটেল সেন্টারে এই সুযোগ পাওয়া যাবে। এই অ্যাকাউন্টে রাখা টাকার উপর বছরে ৭.২৫ শতাংশ হারে সুদ মিলবে। ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টে এই সুদের পরিমাণ ৪ শতাংশ।


আরও জেনে নিন, জিওকে টেক্কা, ১৮জিবি 3G/4G ডেটা এয়ারটেল দিচ্ছে মাত্র এই টাকায়!