ওয়েব ডেস্ক: ২০১৬ সালে ভারতের 'ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক'-এর শিরোপা জিতল ভারতী এয়ারটেল। ভারতের সবথেকে বড় টেলি কমিউনিকেশন প্রতিষ্ঠান ভারতী এয়ারটেলের মাথায় এই 'মুকুট' তুলে দিল ইন্টারনেটের মান পরিমাপক সংস্থা ওকলা (Ookla)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওকলা (Ookla) এমন একটি সংস্থা যারা গোটা বিশ্বে সমস্ত টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোর পরিষেবার পরিমাপ করে। জনপ্রিয় স্পিডটেস্ট অ্যাপলিকেশনের মাধ্যমেই তারা টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোর সারা বছরের মার্কশিট তৈরি করে। নেটওয়ার্ক, কোম্পানির পরিষেবা, স্পিড ইত্যাদি সমস্ত বিষয় বিচার বিবেচনা করেই তৈরি হয় মার্কশিট। 'ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক'-এর শিরোপা জেতার পর ভারতী এয়ারটেলের ডিরেক্টর (ভারত সহ দক্ষিণ এশিয়া) অজয় পুরী জানিয়েছেন, " এই স্বীকৃতি আমাদেরকে অভিভূত করেছে। আমরা ওকলা'র কাছে কৃতজ্ঞ। ওকলা'র এই স্বীকৃতির মাধ্যমেই আবার প্রমাণিত হল, আমরা গ্রাহকেদে বিশ্বমানের পরিষেবা দিতে পেরেছি"। 


উল্লেখ্য, ট্রাই (TRAI)-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে এয়ারটেলই এখনও পর্যন্ত ফাস্টেস্ট ৪জি পরিষেবা প্রদান করতে পেরেছ।