ডেটা যুদ্ধ! জিওকে টেক্কা দিয়ে এয়ারটেলের কিস্তিমাত
ডেটা যুদ্ধ! চড় চড় করে চড়ছে পারদ। দেশের টেলিকম বাজারে এই `যুদ্ধ` কমার কোনও ইঙ্গিত নেই। জিওকে টেক্কা দিয়ে এবার কিস্তিমাত করল এয়ারটেল।
ওয়েব ডেস্ক : ডেটা যুদ্ধ! চড় চড় করে চড়ছে পারদ। দেশের টেলিকম বাজারে এই 'যুদ্ধ' কমার কোনও ইঙ্গিত নেই। জিওকে টেক্কা দিয়ে এবার কিস্তিমাত করল এয়ারটেল। এয়ারটেল নিয়ে এল ৫৪৯ টাকার প্ল্যান। যাতে থাকছে আনলিমিটেড ফ্রি লোকাল ও STD কল। সেইসঙ্গে ৩জিবি ডেটা। সোজা কথায় গ্রাহকদের বুঝিয়ে দেওয়া, লড়াই ময়দান ছাড়ছে না এয়ারটেল।
জিওকে টেক্কা দিতে এবার এয়ারটেল নিয়ে এসেছে দুটি জবরদস্ত প্ল্যান। একদিকে সস্তার ডেটা, অন্যদিকে ফ্রি কল। প্রিপেইড এবং পোস্টপেইড , দুয়ের জন্যই। ৫৪৯ ও ৭৯৯ টাকায় দুটি ইনফিনিটি প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। দেশের মধ্যে যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকরা। সেইসঙ্গে পাবেন 4G ডেটা সুবিধা। দুটি প্ল্যানেই থাকছে ফ্রি ইনকামিং কল। সেইসঙ্গে প্রতিদিন ১০০টা করে SMS।
আরও পড়ুন, জিও-র পর এবার এই সংস্থাটি দিচ্ছে এই মারাত্মক অফার!
আনলিমিটেড ডেটা, ভয়েস কলের দুর্দান্ত অফার এয়ারসেলের