ওয়েব ডেস্ক: রিল্যায়ন্স জিও-র ফিচার ফোর জি ফোনের সঙ্গে প্রতি‌যোগিতায় নেমে পড়েছে এয়ারটেল। ইতিমধ্যেই সস্তায় স্মার্টফোন আনার কথা ঘোষণা করেছে তারা। এজন্য একাধিক স্মার্টফোন সংস্থার সঙ্গে কথাবার্তাও শুরু করেছে ভারতী এয়ারটেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৫০০ থেকে ২৭০০ টাকার মধ্যে স্মার্টফোনের দাম রাখার চেষ্টা করছে Airtel।  পিটিআই সূত্রে খবর, দিওয়ালির আগেই ধামাকা করতে চলেছে টেলিকম সংস্থাটি। জিও-র ফোনের জন্য ১৫০০ টাকা জমা রাখতে হচ্ছে। তা অবশ্য ফেরত‌যোগ্য। কিন্তু সেটি ফিচার ফোর জি ফোন। সেখানে এয়ারটেল ফোর জি স্মার্টফোন আনতে চলেছে। তারা মনে করছে, ফোর জি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অতিরিক্ত টাকা দিতে পিছপা হবেন না গ্রাহকরা। 


স্মার্টফোনের সঙ্গে থাকবে এয়ারটেলের আকর্ষণীয় অফার। এয়ারটেলের ফোনে কী কী থাকছে-


- ফোনে দুটি সিম ব্যবহার করা ‌যাবে, ‌যা জিও-র সস্তার ফোনে নেই


- চার ইঞ্চি ডিসপ্লে


- ডুয়েল ক্যামেরা


- ১ জিবি র‍্যাম


এখনও প‌র্যন্ত জানা ‌যায়নি কোন সংস্থার সঙ্গে চুক্তি করেছে এয়ারটেল। এয়ারটেলের স্মার্টফোন  জিও-র মতোই প্রিবুকিং করতে হবে কি না, তাও স্পষ্ট নয়। দিওয়ালির আগে দুই টেলিকম সংস্থার লড়াই জমে উঠেছে।     


আরও পড়ুন, জিও'র পর এবার VoLTE পরিষেবা চালু করতে চলেছে এয়ারটেল