জিও'র পর এবার VoLTE পরিষেবা চালু করতে চলেছে এয়ারটেল

Updated By: Sep 8, 2017, 11:54 AM IST
জিও'র পর এবার VoLTE পরিষেবা চালু করতে চলেছে এয়ারটেল

ওয়েব ডেস্ক: আগামী সপ্তাহেই ভারতের 'সবথেকে বড়' নেটওয়ার্ক ভারতী এয়ারটেল শুরু করতে চলেছে VoLTE পরিষেবা। প্রথম পর্যায়ে দেশের মেট্রো শহরগুলিতেই এই পরিষেবা চালু করবে এয়ারটেল। ২০১৮ আর্থিক বর্ষের মধ্যে গোটা ভারতেই VoLTE পরিষেবা চালুর কথাও জানিয়েছে তারা। ভারতী এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বই এবং কলকাতাতেই সবার প্রথম চালু হবে এয়ারটেলের ভয়েস ওভার LTE সার্ভিস। এখনও পর্যন্ত গোটা ভারতে রিলায়েন্স জিও'ই একমাত্র টেলিকম নেটওয়ার্ক যারা ভয়েস ওভার LTE পরিষেবা দিচ্ছে। এয়ারটেলের এক শীর্ষ আধিকারিকের কথায়, মুম্বই সহ কলকাতা এবং আরও যে যে মেট্রো শহরগুলিতে VoLTE পরিষেবা লঞ্চ করা হবে সেখানকার এয়ারটেল গ্রাহকরা কোম্পানির তরফ থেকে ভয়েস ওভার LTE পরিষেবা ইনস্টলেশনের মেসেজ পাবেন।   

হাইডেফিনেশন কলিং, নেটওয়ার্ক পরিষেবার স্বচ্ছতার জন্যই ভয়েস ওভার LTE পরিষেবা আনার পরিকল্পনা নিয়েছে ভারতী এয়ারটেল। টেলিকম বিশেষজ্ঞদের মত, এয়ারটেলের এই পরিকল্পনা একটি বলিষ্ঠ পদক্ষেপ। আগামী দিনে ভারতী এয়ারটেল তাদের গ্রাহককে আরও বেশি ভাল পরিষেবা দিতে পারবে বলেই মত গ্যাজেট গুরুদেরও। উল্লেখ্য, ফোর জি ছাড়াও  টু জি এবং থ্রি জি'তেও চলবে ভয়েস ওভার LTE পরিষেবা।

.