ওয়েব ডেস্ক: ৩৯৯ টাকায় ৮৪ জিবি ডেটা, বৈধতা ৮৪ দিন। রিলায়েন্স জিও'র এই অফারই এখন থেকে পাওয়া যাবে ভারতের সবথেকে বড় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেলেও। এয়ারটেলও ৩৯৯ টাকায় ৮৪ দিনের বৈধতায় ৮৪ জিবি ডেটা ব্যবহারের সুবিধা দিচ্ছে। এর সঙ্গে সব নেটওয়ার্কেই আনলিমিটেড ফ্রি ভয়েস কলের (লোকাল এবং এসটিডি) পরিষেবাও পাওয়া যাবে এয়ারটেল নেটওয়ার্কে। তবে এই পরিষেবা তাদের জন্যই যারা ফোর জি নেটওয়ার্ক ব্যবহার করেন। থ্রি জি কিংবা টু জি ব্যবহারকারী উপভোক্তারা এই পরিষেবা পাবেন না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


উল্লেখ্য, জুলাই থেকে ১০০০ জিবি ডেটা পরিষেবার কথাও ঘোষণা করেছিল ভারতী এয়ারটেল। নতুন ব্রডব্যান্ড গ্রাহকরা এই পরিষেবা পাবেন বলে জানিয়েছে ভারতের সব থেকে বড় টেলিকম সংস্থা। দেশের নির্দিষ্ট কিছু শহরেই এই পরিষেবা পাওয়া যাবে বলে জি নিউজ সূত্রের খবর। ১,০৯৯ টাকা থেকে শুরু, সর্বাধিক ১৭৯৯ টাকার মাশুলে ১০০০ জিবি ব্রডব্যান্ড ডেটার স্পিড থাকবে ১০০ এমবিপিএস। এই অফার মার্চ ৩১, ২০১৮ পর্যন্ত বৈধ থাকবে বলেই এয়ারটেল সূত্রের খবর।