ওয়েব ডেস্ক : 'জিও জ্বর'! মুকেশ আম্বানির ঘোষণার সঙ্গে সঙ্গেই এই 'ভাইরাল ফিভারে' আক্রান্ত গোটা দেশবাসী। কি জিও? কোথা থেকে পাওয়া যাবে? কীভাবে পাওয়া যাবে? এমন হাজারটা প্রশ্ন এখন হাটেবাজারে, বাসে-ট্রেনে, পথেঘাটে। জিও নিয়ে সব প্রশ্নের উত্তর এবার এখানে,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) জিও কি?
ফুলফর্ম রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড। মোবাইল নেটওয়ার্ক, ব্রডব্যান্ড সার্ভিস ও ভারতে ডিজিটাল সার্ভিসের জন্য একটি সার্ভিস প্রোভাইডার।


২) জিও-তে মানুষ কী পাবে?
৪G ফোন ও 4G পার্সোনাল হটস্পটের জন্য পাওয়া যাবে সিমকার্ড। ডেটা পরিষেবা। গান, সিনেমা, ভিডিও, টিভি দেখার জন্য জিও অ্যাপ।


৩) আইফোন ও অ্যান্ড্রয়েড-এ জিও?
জিও-র জন্য LYF কিনতেই হবে, এমনটা নয়। বেশকিছু সিলেক্টেড অ্যানড্রয়েড যা VOLTE সাপোর্ট করে।


৪) কীভাবে পাবেন জিও সিমকার্ড?
একমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোরে পাওয়া যাবে জিও সিমকার্ড। MyJio অ্যানড্রয়েড অ্যাপে আপনি খুঁজে পেয়ে যাবেন কাছাকাছি কোথায় স্টোর রয়েছে। তবে সিম নিতে গেলে কয়েকদিন আগে রেজিস্টার করতে হবে। সিম তোলার সময় আধার কার্ড ও ২টো পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে।


৫) জিও সিমের দাম কত?
একদম বিনামূল্যে।


৬) পোস্টপেইড জিও সিম?
এখনই নয়।


৭) এই মুহূর্তে কোন কোন ফোনে জিও চলবে?
১৮ কম্পানির ফোনে। কোন কোম্পনির কোন মডেল বিস্তারিত জেনে নিন


৮) পুরনো ফোন নাম্বার অপরিবর্তিত রেখেই কি জিও নেটওয়ার্কে সুইচ করা যাবে?
হ্যাঁ। যাবে। ২০১৭-তে বাণিজ্যিকভাবে লঞ্চের পর। কীভাবে সুইচ বা পোর্ট করবেন জেনে নিন এখানে ক্লিক করে।


৯) ওয়েলকাম অফারে কি আনলিমিটেড ডেটা?
৪G স্পিডে প্রতিদিন ৪GB করে ডেটা। পরে তা নেমে আসবে ১২৮ kbps-এ। সম্পূর্ণ ডেটা প্ল্যান জানুন।


১০) জিও-তে কত স্পিড পাওয়া যাবে?
জায়গার ভিত্তিতে ১৩৫ mbps স্পিড পাওয়া যাবে বলে সংস্থার তরফে বলা হয়েছে। তবে কোথাও কোথাও ৯০ mbps তো কোথাও কোথাও ১ mbps স্পিডও হচ্ছে। কমার্শিয়াল লঞ্চের পরই সব জায়গায় এক স্পিড মিলবে।


১১) অ্যাক্টিভেটেড সিম অন্য ডিভাইসে কি চলবে?
না। যে ডিভাইসে সিম অ্যাক্টিভেট করা হবে, একমাত্র সেখানেই চলবে।


১২) এখনও কি টেস্টিং ফেজে নাকি কমার্শিয়াল?
ডিসেম্বর ৩১ পর্যন্ত টেস্টিং ফেজে। বিনামূল্যে মিলবে সব পরিষেবা। বাণিজ্যিকভাবে লঞ্চ করবে ২০১৭-তে।


১৩) জিও কি আপনার জন্য লাভজনক?
জলের দরে ডেটা। দারুণ অফার। পড়ুন, জিও vs এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া! তবে এখনও কিছু টেকনিক্যাল ত্রুটি আছে। কর্মাশিয়াল লঞ্চের আগেই যা ঠিক না করলে পরে অসুবিধায় পড়তে হতে পারে। ডুয়াল সিম সেট হলে এখন ওয়েলকাম অফারটা ট্রাই করে দেখতেই পারেন। তবে পরবর্তীতে এটাই আপনার প্রাইমারি নেটওয়ার্ক হবে কি না, তার জন্য আরও কিছু সময় অপেক্ষার প্রয়োজন।