জিও vs এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া! (ডেটা প্ল্যান)

সবাই বলছে সস্তা, সস্তা, সস্তা। বাপরে, কী সস্তা!! জলের দরে ডেটা। ডেটা সার্ভিসের সংজ্ঞাটাই যেন বদলে দিচ্ছে জিও। একা হাতে। কিন্তু, জিও কতটা সস্তা? বাজারে যে ডেটা প্ল্যানগুলো চলছে, চলুন একবার সেগুলির সঙ্গে তুলনা করে দেখা যাক।

Updated By: Sep 2, 2016, 04:39 PM IST
জিও vs এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া! (ডেটা প্ল্যান)

ওয়েব ডেস্ক : সবাই বলছে সস্তা, সস্তা, সস্তা। বাপরে, কী সস্তা!! জলের দরে ডেটা। ডেটা সার্ভিসের সংজ্ঞাটাই যেন বদলে দিচ্ছে জিও। একা হাতে। কিন্তু, জিও কতটা সস্তা? বাজারে যে ডেটা প্ল্যানগুলো চলছে, চলুন একবার সেগুলির সঙ্গে তুলনা করে দেখা যাক।

এটা হল জিও-র ডেটা প্ল্যান

প্রতি GB ডেটার জন্য দাম ৫০ টাকা। মাসিক প্ল্যান মাত্র ১৪৯ টাকাতেই। ভয়েস কলিং আর দেশের মধ্যে রোমিং সারাজীবনের জন্য ফ্রি।

এটা ভারতী এয়ারটেলের

এটা ভোডাফোনের ডেটা প্ল্যান

আইডিয়া ইউজার হলে সার্কেল অনুযায়ী ডেটা প্ল্যান জানতে এখানে ক্লিক করুন, https://www.ideacellular.com/4g#4g-plans

আরও পড়ুন, আপনি কী আপনার বর্তমান নম্বর রিলায়েন্স জিওতে পোর্ট করাতে চান?(লিঙ্কে ক্লিক করুন)

'জিও'! একমাত্র এই স্মার্টফোনগুলিই সাপোর্ট করবে

.