নিজস্ব প্রতিবেদন: দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থেকেও ওঠার সুযোগ মিলছে না? বাড়ন্ত পেট্রোল-ডিজেলের দামে বাইক বা স্কুটি নিয়ে বেরিয়েও শান্তি নেই! দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, এসে গিয়েছে নতুন সস্তার ই-স্কুটার Miso!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একেবারে খাঁটি ভারতীয় সংস্থা Gemopai Electric তৈরি করেছে সস্তার ই-স্কুটার Miso। সংস্থার দাবি, এটিই হল ভারতের প্রথম ‘সোশ্যাল ডিসট্যান্সিং ই-স্কুটার’। আসুন Gemopai Electric-এর Miso-র স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক...


ই-স্কুটার Miso-র স্পেসিফিকেশন আর দাম:


১) এই ই-স্কুটারে রয়েছে একটি মাত্র সিট। তবে মালপত্র বহনের সুবিধার্থে একটি শক্তিশালী ক্যারিয়ার রয়েছে Miso-এ যেটি ১২০ কেজি পর্যন্ত মাল বহনে সক্ষম।


২) এই ই-স্কুটারে রয়েছে শক্তিশালী লিথিয়াম-আয়ন ব্যাটারি (48v এবং 1KW)। Gemopai Electric জানিয়েছে, মাত্র ২ ঘণ্টায় ব্যাটারির ৯০ শতাংশ চার্জ হয়ে যায়। সংস্থার দাবি, ফুল চার্জ দিলে টানা ৭৫ কিলোমিটার পর্যন্ত ছুটবে এই Miso। Miso-র সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার।


৩) Miso চালাতে কোনও রকম লাইসেন্স লাগবে না। রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস বা RTO-র বিশেষ অনুমতিরও প্রয়োজন নেই এই ই-স্কুটার চালানোর জন্য।


আরও পড়ুন: দারুন খবর! ভারতে ২০ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে Amazon!


৪) ইতিমধ্যেই এই ই-স্কুটারের বুকিং শুরু হয়ে গিয়েছে। জুলাই মাস থেকেই এটির ডেলিভারি দেওয়া শুরু করবে সংস্থা। জানা গিয়েছে, এই ই-স্কুটার Miso-র দাম মাত্র ৪৪ হাজার টাকা। এখন বুকিং করলে দামের উপর ২ হাজার টাকার বিশেষ ছাড়ও দিচ্ছে Gemopai Electric।