নিজস্ব প্রতিবেদন: আবার Motorola নিয়ে আসছে তার নতুন মডেল। মার্কিন ব্লগার ইভান ব্লাস Motorola-র নতুন মডেল Motorola Edge+-এর ছবি সম্প্রতি প্রকাশ্যে এনেছেন। এর সঙ্গেই জানা গিয়েছে এই ফোনের বিভিন্ন ফিচারও। কিন্তু কবে এই ফোন লঞ্চ করবে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। মনে করা হচ্ছে অনলাইনেই  হয়েতো লঞ্চ হবে এই ফোন। লঞ্চের আগেই ফাঁস এই ফোনের স্পেসিফিকেশন। এই ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Motorola Edge+ স্পেসিফিকেশন:


১) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম থাকছে।


২) ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে। এছাড়াও এই ফোনে দেখা যাবে কার্ভড ডিসপ্লে।


৩) এই ফোনে থাকছে ১২ জিবি RAM ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।


৪) ফোনের ভিতরে থাকছে Snapdragon 865 চিপসেট।


৫) এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। ১০৮ মেগাপিক্সলের ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সলের টেলিফোটো ক্যামেরা, ১৬ মেগাপিক্সলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। সামনে থাকছে ২৫ মেগাপিক্সল ক্যামেরা।


আরও পড়ুন: এ বার নিজে থেকেই ডিলিট হয়ে যাবে আপনার WhatsApp মেসেজ!


৬) এই ফোনে থাকছে ৫১৭০ mAh ব্যাটারি। এর সঙ্গে থাকছে ১৫W ফাস্ট চার্জ সাপোর্ট।


৭) ফোনের স্ক্রিনের উপর থাকছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।


৮) হোল পাঞ্চ ডিসপ্লের সঙ্গে থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট।


৯) নীল রঙে পাওয়া যাবে এই ফোন।