নিজস্ব প্রতিবেদন: HUAWEI P40 এর পর এবার এই সংস্থা নিয়ে আসছে তার নতুন মডেল HUAWEI P40 Pro। 5G কানেক্টিভিটি নিয়ে আসছে এই ফোন। জানা গিয়েছে এই ফোনের দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন সম্পর্কে...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

HUAWEI P40 Pro স্পেসিফিকেশন:


১) এই ফোনে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি কার্ভড ডিসপ্লে থাকছে।


২) এই ফোনের ক্যামেরায় হালকা IOS ৫১২০০ ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনে ৭৬৮০ fps ধীর গতির ভিডিও রেকর্ড করতে সক্ষম।


৩) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই ফোনের ভিতরে থাকছে Kirin 990 চিপসেট।


৪) এই ফোন দু রকম ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে। ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ আর থাকছে ৮ জিবি RAM।


৫) এই ফোনের পিছনে থাকছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ভিশন কোয়াড ক্যামেরা। যার মধ্যে থাকছে ৫X অপটিক্যাল ক্যামেরা, ১০X হাইব্রিড জুম, ৫০X সুপার জুম ও ৫X অপটিক্যাল টেলিফোটো ক্যামেরা।


সামনে থাকছে দুটি ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও একটি ডেপথ সেন্সর। এছাড়াও এই ফোনের ক্যামেরায় AIS, OIS ও TOF সেন্সার ব্যবহার করা হয়েছে। Huawei P40 তে ব্যবহৃত ৪০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সিনে ক্যামেরাগুলির দৈর্ঘ্য ১৮ মিমি, ১/১.৫৪ ইঞ্চি সেন্সর। এবং এর রেশিও ৩:২।


আরও পড়ুন: COVID-19: ভুয়ো খবরের ‘সংক্রমণ’ রুখতে নতুন নিয়ম কার্যকর হচ্ছে WhatsApp-এ!


৬) ৪,২০০ mAh ব্যাটারি থাকছে এই ফোনে। এর সঙ্গে থাকছে 40W ফাস্ট চার্জিং সাপোর্ট।


৭) এই ফোনে তিনটি নতুন অ্যাপ যুক্ত করা হচ্ছে। সেগুলি হল HUAWEI ভিডিও, HUAWEI মিউজিক, HUAWEI রিডার।