আকর্ষণীয় দামে দুর্দান্ত ডিজাইনে ভারতের বাজারে আসতে চলেছে Vespa Elettrica স্কুটার
জেনে নিন Vespa-র ইলেকট্রিক স্কুটারের স্পেসিফিকেশন আর সম্ভাব্য দাম সম্পর্কে...
নিজস্ব প্রতিবেদন: ভারতের জন্য বিশেষ নতুন রূপে তৈরি হচ্ছে Vespa Elettrica স্কুটার। Piaggio নিয়ে আসছে এক বিশেষ ইলেকট্রিক স্কুটার। শুধুমাত্র ভারতের বাজার ও গ্রাহকের কথা মাথায় রেখেই এই স্কুটার ডিজাইন করা হবে বলে জানিয়েছেন সংস্থা।
Piaggio India-র সিইও ও ম্যানেজিং ডিরেক্টর দিয়েগো গ্রাফি জানান, ভারতে এপ্রিলের আগে Vespa ইলেকট্রিক স্কুটার লঞ্চ হবে। ইউরোপে Vespa Elettrica স্কুটারে কিছু পরিবর্তন করে ভারতে নতুন রূপে আসবে এই ইলেকট্রিক স্কুটার। এতে থাকছে আধুনিক সব ফিচার। Vespa Elettrica-তে একটি ৪kW সর্বোচ্চ শক্তির ডিসি মোটর রয়েছে। এই মোটরে সর্বোচ্চ ২০০Nm টর্ক পাওয়া যায়।
এর অন্যত্তম ইউএসপি হল দুটি রাইডিং মোডে চলে এই ইলেকট্রিক স্কুটার। রয়েছে একটি সম্পূর্ণ টিএফটি ডিসপ্লে। সেখানে স্মার্টফোনের কল ও বিভিন্ন নোটিফিকেশন দেখা যাবে। থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট।
আরও পড়ুন:একাধিক দুর্দান্ত ফিচার-সহ এ মাসেই লঞ্চ হতে চলেছে Mi 10 ও Mi 10 Pro!
চোখ ধাঁধানো ফিচার-সহ দুর্দান্ত ডিজাইনে ভারতে লঞ্চ হবে। ভারতে Vespa Elettrica-র দাম ৯০ হাজার টাকার কাছাকাছি হতে পারে বলে মনে করা হচ্ছে।