ওয়েব ডেস্ক: একের পর এক দারুন দারুন অফার দিচ্ছে রিলায়েন্স জিও। অত্যন্ত কম খরচে প্রচুর ডেটা দিচ্ছে এই মোবাইল সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সদ্যই ১৯ টাকার ‍একটি প্রিপেড প্ল্যানের কথা জানিয়েছে তারা। কী কী সুবিধা রয়েছে এই প্ল্যানে? গ্রাহকেরা এই ১৯ টাকার প্রিপেড প্ল্যানে পাচ্ছেন, ১০০ এমবি ডেটা, ১০০ এসএমএস প্রতিদিন এবং আনলিমিটেড ভয়েস কলিং। এছাড়া, ১৪৯ টাকার প্ল্যানে রয়েছে, ৩০০ এমবি ডেটা, ১০০ এসএমএস। এই অফারের বৈধতা ১ মাস পর্যন্ত।


আরও পড়ুন রিলায়েন্স জিও-র 4G পরিষেবা কবে থেকে ব্যবহার করতে পারবেন জানুন


রিলায়েন্স জিও-র ৪,৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকেরা পেয়ে যাবেন, 75GB 4G ডেটা। রাতে আনলিমিটেড 4G ব্যবহার। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এই অফার প্রিপেড এবং পোস্টপেড উভয় গ্রাহকেরাই ব্যবহার করতে পারবেন।


আরও পড়ুন ১ টাকায় ১ GB ডেটা দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!