১ টাকায় ১ GB ডেটা দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!

মোবাইল ব্যবহারকারীদের জন্য একের পর দারুন খবর। মাত্র ১ দিন আগেই রিলায়েন্স বিশ্বের সবথেকে কম দামে ডেটা প্ল্যান প্রকাশ করেছে। যা সবথেকে কমে পাওয়া ৫০ টাকায় ১ জিবি ডেটা। সেই ডেটা প্ল্যানকে ছাপিয়ে গেল BSNL। মাত্র ১ টাকায় ১ জিবি ডেটা প্ল্যান ঘোষণা করেছে BSNL।

Updated By: Sep 3, 2016, 06:15 PM IST
১ টাকায় ১ GB ডেটা দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!

ওয়েব ডেস্ক: মোবাইল ব্যবহারকারীদের জন্য একের পর দারুন খবর। মাত্র ১ দিন আগেই রিলায়েন্স বিশ্বের সবথেকে কম দামে ডেটা প্ল্যান প্রকাশ করেছে। যা সবথেকে কমে পাওয়া ৫০ টাকায় ১ জিবি ডেটা। সেই ডেটা প্ল্যানকে ছাপিয়ে গেল BSNL। মাত্র ১ টাকায় ১ জিবি ডেটা প্ল্যান ঘোষণা করেছে BSNL

আরও পড়ুন ভোডাফোনের চমকে দেওয়ার মতো কমে ডেটা ট্যারিফ

সূত্র থেকে জানা গিয়েছে, BSNL আনলিমিটেড ওয়্যারলাইন ব্রডব্র্যান্ড প্ল্যান প্রোমোট করছে। BSNL-এর আরও নতুন ডেটা প্ল্যান শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে। নতুন ডেটা প্ল্যানে আনলিমিটেড BSNL টু BSNL পাওয়া যাবে মাত্র ২৪৯ টাকায়। এছাড়া এরই সঙ্গে আনলিমিটেড ডেটাও ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।

আরও পড়ুন রিলায়েন্স জিও সিম চান? জানুন কীভাবে পাবেন

.