স্লিম হতে সকলেই চায়। কিন্তু প্রতিদিন ঘাম ঝরিয়ে ব্যায়াম করে রোগা হওয়ার ঝক্কি নিতে চান না অনেকেই। এমন যদি কিছু থাকতো যাতে রোগা না হলেও দেখতে লাগবে রোগা? এসে গেছে এমন একটি অ্যাপ যার সাহায্যে ছবিতে আপনার প্রকৃত চেহারার তুলনায় আপনাকে রোগা দেখাবে অনেকটাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিজুয়াল ইউ অ্যাপের সাহায্যে পোর্ট্রেট স্টাইল ছবিতে আপনার প্রকৃত ওজনের থেকে ১০ কেজি কম ওজন কম মনে হবে আপনার। অ্যাপ ডিজাইনাররা জানালেন, ক্লিনিকালি ভেরিফাইড ওয়েট চেঞ্জ ডায়নামিকস ব্যবহার করে ছবিতে এই পরিবর্তন ঘটানো হয়েছে।


কীভাবে এই অ্যাপ ব্যবহার করতে হবে-


নিজের একটা পোর্ট্রেট স্টাইল ছবি নিয়ে আপনার ওজন, উচ্চতা ও পছন্দমতো ওজনের সঙ্গে অ্যাপে ড্রপ করলেই পেয়ে যাবেন আপনার রোগা ছবি। অ্যাপে থাকছে শরীরচর্চা ও ডায়েট গাইডও। কলোরাডো ইউনিভার্সিটির ক্লিভল্যান্ড ক্লিনিকের সঙ্গে যৌথ উদ্যোগে এই অ্যাপ তৈরি করেছে ভিসুয়াল হেলথ সলিউশন। তবে এই অ্যাপ কিন্তু ফ্রি নয়। ২ মার্কিন ডলার মূল্যের অ্যাপ পাওয়া যাবে আইওএস ও অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মেই।