নিজস্ব প্রতিবেদন: সামনের চাকায় ডাবল ডিস ব্রেক। পিছনের চাকায় সিঙ্গল। সঙ্গে রয়েছে এলইডি হেডল্যাম্প। ফুল ডিজিটাল ইনফরমেশন ক্লাস্টার। না কোনও সুপারবাইক নয়। এই স্পেসিফিকেশন একটি স্কুটারের। তাও আবার ব্যাটারিচালিত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার ভারতের বাজারে তাদের দ্বিতীয় স্কুটার লঞ্চ করেছেন জাপানি সংস্থা ওকিনাওয়া। দিল্লিতে ৫৯,৮৮৯ টাকা এক্স - শোরুম দামে মিলবে 'প্রেইস' নামে এই স্কুটার। ব্যাটারিচালিত এই স্কুটার গতি ও ফিচারে টক্কর দিতে পারে যে কোনও জ্বালানিচালিত স্কুটারকে। 


আরও পড়ুন - পড়াশুনোয় অমনোযোগী হওয়ায় বাবার বকুনি, অভিমানে আত্মঘাতী পড়ুয়া



ওকিনাওয়ার দাবি, ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার বেগে ছুটতে পারে এই স্কুটার। ব্যাটারিচালিত স্কুটারের শ্রেণিতে ভারতে যা সর্বোচ্চ। স্কুটারটিতে রয়েছে ১০০০ ওয়াটের ব্রাশলেস  ডিসি মোটর। একবার চার্জে ১৭০-২০০ কিলোমিটার ছুটতে পারে এই স্কুটার। একবার চার্জ হতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা। সামনের চাকায় রয়েছে ডাবল ডিস ব্রেক। পিছনের চাকায় রয়েছে সিঙ্গল ডিস ব্রেক। 


সামনে রয়েছে ডাবল টেলিস্কোপিক সাসপেনশন। রয়েছে এলইডি হেডল্যাম্প ও সিটি লাইট। রয়েছে ইলেক্ট্রনিক অ্যাসিস্ট্যান্ট পার্কিং সিস্টেম। মাত্র ২০০০ টাকা দিয়ে দেশের ১০০ শহরে বুক করা যাচ্ছে এই স্কুটার।