ওয়েব ডেস্ক : কবিগুরু লিখেছিলেন, “আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর।” সূর্যোদয়ের দৃশ্য একবার যিনি দেখেছেন, তিনিই উপলব্ধি করেছেন কীভাবে তা চোখ পেরিয়ে মরমে প্রবেশ করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সান ইজ রাইজিং! সূর্যোদয় দেখার জন্য বিভিন্ন টুরিস্ট স্পটে রয়েছে নির্দিষ্ট কিছু স্থান। এই যেমন ধরুন ঘরের কাছেই টাইগার হিল। সমুদ্রপাড়ে সূর্যোদয় দেখতে হলে দীঘা, মন্দারমনি। তিনিও সূর্যোদয় দেখলেন, তবে তা এই পৃথিবী থেকে নয়। পৃথিবীর বাইরে থেকে। মহাকাশ থেকে।


আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সূর্যোদয়ের ভিডিও তুললেন ব্রিটিশ মহাকাশচারী টিম পেক। তারপর নিজের টুইটারে ‘টাইমল্যাপস’ সেই ভিডিও শেয়ার করতেই লাইক আর কমেন্টের বন্যা। ভিডিওর ক্যাপশনে টিম পেক লিখেছেন, “ফেড টু ব্লু : সানরাইজ অ্যাপ্রোচেস।”