নিজস্ব প্রতিবেদন: ডিজিটাল প্লাটফর্মের চেহারা বদলে দিতে বেঙ্গালুরুতে একটি অত্যাধুনিক কেন্দ্র তৈরি করছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'একটু বেরোচ্ছি, ফিরে এসে খাব', সাতাশ বছর পরও একুশের ভয়ঙ্কর স্মৃতি আজও দগদগে দুই পরিবারে  


বেঙ্গালুরুতে Zee 4.0 নামের নতুন ওই সংস্থায় কাজ করবেন ৫০০ বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ। ডিজাইনিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবেন ওইসব বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ১২০ জন বিশেষজ্ঞকে নিয়োগ করেছে কোম্পানি। এরাই আপাতত কোম্পানির ডিজিটাল প্রোডাক্টকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করবেন।


অধুনিক প্রজন্ম ও বর্তমান চাহিদার কথা মাথায় রেখে সংস্থার বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের উদ্ভাবনী টেকনোলজি এনে বিনোদন দুনিয়ায় এক নতুন মাত্রা যোগ করবেন বলে আশা করা হচ্ছে। সংস্থায় টেকনোলজি বিভাগের প্রেসিডেন্ট নিতিন মিত্তল এনিয়ে বলেন, 'জি প্লাটফর্ম ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বিপ্লব আনতে নতুন নতুন উদ্ভাবনী বিষয় যোগ করা উচিত সেটাই করবে এই ডিজিটাল হাব।'


মিত্তল আরও বলেন, 'বেঙ্গালুরুর ডিজিটাল হাবটির কাজই হবে ডিজিটাল দুনিয়ায় নতুন নতুন উদ্ভাবনী বিষয় যোগ করা যাতে তা ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে পারে। সংস্থায় উদ্দেশ্যই হবে বিশ্বমানের ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা।' 


আরও পড়ুন-পারিবারিক অশান্তির ভয়ঙ্কর পরিণতি, ২ শিশুকে নিয়ে কুয়োয় ঝাঁপ মায়ের


নতুন এই ডিজিটাল হাবটি নিয়ে জি ডিজিটালের এইচআর অদিতি বৈষ্ণন্ত বলেন, 'জি-এর সবচেয়ে বড় শক্তি এর মানবসম্পদ। Zee 4.0 তৈরি করা হচ্ছে কিছু উদ্ভাবনী কাজের উদ্দেশ্যে।'


সংস্থার দাবি, Zee 4.0 সংস্থার বর্তমান বিজনেস মডেলকে বদলে দেবে। পাশাপাশি এর পরিসরও এক ধাক্কা অনেকটাই বাড়িয়ে দেবে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)