নিজস্ব প্রতিবেদন: Jio-র একের পর এক অফারের চাপে দেশের প্রায় প্রতিটি টেলিকম সংস্থা তাদের ডেটা প্যাকের দাম কমাতে বাধ্য হয়েছে। সম্প্রতি ব্রিটেনের অনলাইন মার্কেট রিসার্চ সংস্থা (price comparison site) কেবল.কো.ইউকে (Cable.co.uk)-এর করা সাম্প্রতিক একটি সমীক্ষায় জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে সস্তা ডেটা পরিষেবা পাওয়া যায় ভারতেই। এ বার Jio Giga Fiber-এর পরিষেবা চালু হতে চলেছে দেশের বিভিন্ন শহরে। Giga Fiber-এর এক ঝাঁক সুবিধার চাপে রীতিমতো কোণ ঠাসা দেশের একাধিক ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী সংস্থা। তাই এ বার Giga Fiber-কে টেক্কা দিতে আগেভাগেই ময়দানে নেমে পড়ল রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: স্মার্টফোনের দ্রুত গরম হওয়া ঠেকাতে যা যা করবেন


BSNL তার যে কোনও এক বছরের ব্রডব্যান্ড প্ল্যানে ২৫ শতাংশ ‘ক্যাশ ব্যাক’ দিচ্ছে। এই ২৫ শতাংশ ‘ক্যাশ ব্যাক’-এর অফার ২০১৮-র ডিসেম্বরে চালু করে BSNL। সেই অফারের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিল সংস্থা। এর জন্য এর জন্য নিজের অ্যাকাউন্টের বিবরন দিয়ে লগ ইন করতে হবে BSNL-এর অ্যাপ বা ওয়েবসাইটে। এখানে গ্রাহক তাঁর প্ল্যান বদল করতে পারবেন। তবে BSNL ব্রডব্যান্ডে মাসে এক বারের বেশি প্ল্যান বদল করা যায় না। অনলাইনে প্ল্যান বদল হয়ে গেলে গ্রাহকের অ্যাকাউন্টে ক্যাশব্যাকের টাকা পঊঁছে যাবে। ২৫ শতাংশ ‘ক্যাশ ব্যাক’ পাঠানোর আগে OTP-র মাধ্যমে ভেরিফিকেশন করে নেওয়া হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেলেই ২৫ শতাংশ ‘ক্যাশ ব্যাক’-এর টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।