ওয়েব ডেস্ক: দশেরা উপলক্ষ্যে আকর্শনীয় অফার আনল BSNL। STV রিচার্জের ক্ষেত্রে পাওয়া ‌যাবে ৫০ শতাংশ ক্যাশব্যাক। তবে ওই টাকা পাওয়া ‌যাবে টকটাইম হিসেবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BSNL সূত্রে জানা ‌যাচ্ছে, ৩১ টাকা থেকে ২৯৯ টাকা প‌র্যন্ত STV রিচার্জের ক্ষেত্রে পাওয়া ‌যাবে ওই ক্যাশব্যাকের সুবিধা। অফার চলবে ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর প‌র্যন্ত। প্রসঙ্গত, ৩০ টাকা রিচার্জের ক্ষত্রে ফুল টকটাইম দিচ্ছে BSNL। তবে ওই রিচার্জ করতে হবে BSNL অ্যাপের মাধ্যমে।


BSNL বেশ কয়েকটি রিচার্জের ক্ষেত্রেও ফুল টকটাইম দিচ্ছে। ৫০ ও ১১০ টাকার রিচার্জের ক্ষেত্রে পাওয়া ‌য়াচ্ছে ওই অফার। ৫০ টাকার রিচার্জের ক্ষেত্রে ফুল টকটাইম অফার পাওয়া ‌যাবে ২৫ সেপ্টেম্বর থেকে।


আরও পড়ুন-ধর্ষণের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা মনোজ পাণ্ডে